কুস্তিতে আবারও সেই পাহলোয়ান
ভেঙে দেওয়া হয়েছে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বাংলাদেশ কুস্তি ফেডারেশনের আহ্বায়ক কমিটি। ওই কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আমিন জীবনকে সরিয়ে আবারও নিয়োগ দেওয়া হয়েছে আগের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তাবিউর রহমান পাহলোয়ানকে।
আবার দায়িত্ব পেয়ে তাবিউর রহমান পাহলোয়ান খুব খুশি, ‘দোয়া করবেন যেন দেখিয়ে দিতে পারি আমরাই কাজের লোক। ওরা তো কোনো কাজই করতে পারল না গত আড়াই বছর। কেবল উকিলের চেম্বারে ঘোরাঘুরি করেই সময় কাটাল।’
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব শফিক আনোয়ার কাল আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার সপক্ষে বললেন, ‘বর্তমান কমিটি অকার্যকর রয়েছে বলেই আবার নতুন অ্যাডহক কমিটি করা হয়েছে।’ তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মাহবুবুল, ‘কোন অজুহাতে তারা এটা করল তা বুঝতে পারলাম না! আমি তো নির্বাচন করার জন্য এনএসসিতে কাউন্সিলর তালিকা পাঠিয়েছি। নির্বাচনের জন্য বারবার তাগিদও দিয়েছিলাম। কিন্তু এনএসসি আমাদের কথার কোনো গুরুত্বই দেয়নি। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।’
আবার দায়িত্ব পেয়ে তাবিউর রহমান পাহলোয়ান খুব খুশি, ‘দোয়া করবেন যেন দেখিয়ে দিতে পারি আমরাই কাজের লোক। ওরা তো কোনো কাজই করতে পারল না গত আড়াই বছর। কেবল উকিলের চেম্বারে ঘোরাঘুরি করেই সময় কাটাল।’
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব শফিক আনোয়ার কাল আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার সপক্ষে বললেন, ‘বর্তমান কমিটি অকার্যকর রয়েছে বলেই আবার নতুন অ্যাডহক কমিটি করা হয়েছে।’ তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মাহবুবুল, ‘কোন অজুহাতে তারা এটা করল তা বুঝতে পারলাম না! আমি তো নির্বাচন করার জন্য এনএসসিতে কাউন্সিলর তালিকা পাঠিয়েছি। নির্বাচনের জন্য বারবার তাগিদও দিয়েছিলাম। কিন্তু এনএসসি আমাদের কথার কোনো গুরুত্বই দেয়নি। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।’
No comments