ভারত সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে চীন
চীনের
বিপ্লবী বিমান বাহিনী ভারত সীমান্তে তাদের কার্যক্রম ও শক্তি বৃদ্ধি করছে।
ভারত সীমান্ত থেকে কাছে অবস্থিত মালান বিমান ঘাঁটি থেকে দেশটি ডিভাইন ইগল
জেট বিমান পরিচালনা করছে। অপরদিকে আরেক বিমান ঘাঁটি হোপিং থেকে এইচ-৬কে
বোম্বার বিমান উড়াতে দেখা গেছে। চীন ভারত থেকে একদম কাছে অবস্থিত এসব ঘাঁটি
থেকে নিজের আক্রমণ সক্ষমতা বৃদ্ধি করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি
নিউজ।
তাদের খবরে বলা হয়েছে, চীন এই দুই বিমানঘাঁটিতে ভয়ঙ্কর ডিভাইন ইগল জেট ও বোম্বার বিমান মোতায়েন করেছে। ডিভাইন ইগল জেট বিমানটি বিশ্বের অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান হিসেবে খ্যাত। এটি লম্বায় ১৫ মিটার এবং ডানাগুলো লম্বায় প্রায় ৩৫-৪৫ মিটার। এটি মার্কিন এফ-২২ ও এফ-৩৫ এর মতো স্টিলথ বিমানগুলোকে শনাক্ত করতে সক্ষম। অপরদিকে সাবেক সোভিয়েট ইউনিয়নের টুইন ইঞ্জিন মাঝারি পাল্লার বোম্বার বিমান টিইউ-১৬ এর একটি নতুন ভার্সন হচ্ছে চীনের এইচ-৬কে বোম্বার বিমান। তবে এটি এখন দূরপাল্লার বোম্বার হিসেবেও কাজ করে এবং যেকোনো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।
তিব্বতের হোপিং বিমানঘাঁটিতে এই এইচ-৬কে বোম্বার দেখা গেছে। এটিভারতের সিকিম সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। এ ছাড়া শিনজিয়াং প্রদেশের মালান ঘাঁটিতে ডিভাইন ইগল মোতায়েনও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কপালে ভাঁজ ফেলছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জি নিউজকে বলেছেন, ভারত সবসময়ই চীনের সঙ্গে ভালো সমপর্ক চায়। শান্তি প্রতিষ্ঠায় দুই দেশই নিজের মধ্যকার সমস্যা সমাধান করতে চায়। কিন্তু চীন যেভাবে তিব্বত ও শিনজিয়াং-এ সামরিক শক্তি বৃদ্ধি করছে সেটা আমাদের জন্য উদ্বেগের।
ভারত ও চীনের মধ্যে রয়েছে দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস। দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধও হয়েছে একবার। তবে নিকট ইতিহাসে চীন-ভারত সমপর্ক কেবল উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৭ সালে দোকলাম নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের উপক্রম হয় চীনের। সে উত্তেজনা কালক্রমে কমে এলেও চীন ভারত সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি বন্ধ করেনি। চীনের সেনাবাহিনী গত দুই বছরে ভারত সীমান্তে অনেকগুলো নতুন সামরিক ক্যামপ নির্মাণ করেছে। ভারতীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে মাত্র ৯০০ কিলোমিটার দূরেই চীন গোপনে ইয়োশি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এ ছাড়া নতুন তৈরি ঘাঁটিগুলোতে ভারতকে মাথায় রেখে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চীন।
তাদের খবরে বলা হয়েছে, চীন এই দুই বিমানঘাঁটিতে ভয়ঙ্কর ডিভাইন ইগল জেট ও বোম্বার বিমান মোতায়েন করেছে। ডিভাইন ইগল জেট বিমানটি বিশ্বের অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান হিসেবে খ্যাত। এটি লম্বায় ১৫ মিটার এবং ডানাগুলো লম্বায় প্রায় ৩৫-৪৫ মিটার। এটি মার্কিন এফ-২২ ও এফ-৩৫ এর মতো স্টিলথ বিমানগুলোকে শনাক্ত করতে সক্ষম। অপরদিকে সাবেক সোভিয়েট ইউনিয়নের টুইন ইঞ্জিন মাঝারি পাল্লার বোম্বার বিমান টিইউ-১৬ এর একটি নতুন ভার্সন হচ্ছে চীনের এইচ-৬কে বোম্বার বিমান। তবে এটি এখন দূরপাল্লার বোম্বার হিসেবেও কাজ করে এবং যেকোনো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।
তিব্বতের হোপিং বিমানঘাঁটিতে এই এইচ-৬কে বোম্বার দেখা গেছে। এটিভারতের সিকিম সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। এ ছাড়া শিনজিয়াং প্রদেশের মালান ঘাঁটিতে ডিভাইন ইগল মোতায়েনও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কপালে ভাঁজ ফেলছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জি নিউজকে বলেছেন, ভারত সবসময়ই চীনের সঙ্গে ভালো সমপর্ক চায়। শান্তি প্রতিষ্ঠায় দুই দেশই নিজের মধ্যকার সমস্যা সমাধান করতে চায়। কিন্তু চীন যেভাবে তিব্বত ও শিনজিয়াং-এ সামরিক শক্তি বৃদ্ধি করছে সেটা আমাদের জন্য উদ্বেগের।
ভারত ও চীনের মধ্যে রয়েছে দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস। দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধও হয়েছে একবার। তবে নিকট ইতিহাসে চীন-ভারত সমপর্ক কেবল উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৭ সালে দোকলাম নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের উপক্রম হয় চীনের। সে উত্তেজনা কালক্রমে কমে এলেও চীন ভারত সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি বন্ধ করেনি। চীনের সেনাবাহিনী গত দুই বছরে ভারত সীমান্তে অনেকগুলো নতুন সামরিক ক্যামপ নির্মাণ করেছে। ভারতীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে মাত্র ৯০০ কিলোমিটার দূরেই চীন গোপনে ইয়োশি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এ ছাড়া নতুন তৈরি ঘাঁটিগুলোতে ভারতকে মাথায় রেখে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে চীন।
No comments