নরওয়েতে গাদ্দাফির সাবেক সেবিকার আশ্রয় প্রার্থনা
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সাবেক সেবিকা গ্যালিনা কোলোতনিতসকা রাজনৈতিক আশ্রয়ের জন্য নরওয়ের কাছে আবেদন করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি লিবিয়া ছেড়ে নিজের দেশ ইউক্রেনে যান। গণমাধ্যম থেকে দূরে থাকতে অনেকটা আত্মগোপনে রয়েছেন তিনি।
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসে গ্যালিনার নাম আসার পর তাঁর প্রতি গণমাধ্যমের আকর্ষণ বাড়ে। ফাঁস হওয়া গোপন নথিতে বলা হয়, গাদ্দাফি তাঁর সেবিকা গ্যালিনার ওপর ‘খুব বেশি নির্ভর’ করতেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেন যাওয়ার পর গণমাধ্যমের হয়রানি থেকে রেহাই পেতে গ্যালিনা নরওয়ের রাজধানী অসলো চলে যান বলে খবর রয়েছে। নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র সিভ আলসেন বলেন, ‘অভিবাসন বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি, গ্যালিনা নরওয়েতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।’ তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যালিনার আবেদনের ব্যাপারে আর কোনো তথ্য দেননি।
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসে গ্যালিনার নাম আসার পর তাঁর প্রতি গণমাধ্যমের আকর্ষণ বাড়ে। ফাঁস হওয়া গোপন নথিতে বলা হয়, গাদ্দাফি তাঁর সেবিকা গ্যালিনার ওপর ‘খুব বেশি নির্ভর’ করতেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেন যাওয়ার পর গণমাধ্যমের হয়রানি থেকে রেহাই পেতে গ্যালিনা নরওয়ের রাজধানী অসলো চলে যান বলে খবর রয়েছে। নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র সিভ আলসেন বলেন, ‘অভিবাসন বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি, গ্যালিনা নরওয়েতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।’ তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যালিনার আবেদনের ব্যাপারে আর কোনো তথ্য দেননি।
No comments