পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মাহমুদ কোরেশির
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পদত্যাগ দাবি করেছেন। ওসামা বিন লাদেনকে হত্যার লক্ষ্যে চালানো মার্কিন সেনা অভিযানের ঘটনায় তিনি গতকাল শনিবার জিয়ো টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তাঁদের পদত্যাগ দাবি করেন।
মাহমুদ কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযানে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে এর দায় বহন করতে হবে। কুরেশি এখন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতা। তাঁর মতো অবস্থানে থাকা পাকিস্তানের আরও অনেকে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
মাহমুদ কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযানে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে এর দায় বহন করতে হবে। কুরেশি এখন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতা। তাঁর মতো অবস্থানে থাকা পাকিস্তানের আরও অনেকে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
No comments