সর্বোচ্চ সম্মান দেওয়া হলো কমান্ডোদের
ওসামা বিন লাদেন হত্যা অভিযানে অংশ নেওয়া সেনাদের অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার কেন্টাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সেনাঘাঁটিতে তাঁদের ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট ফাইটেশন’ সম্মাননা প্রদান করা হয়। প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো সেনা ইউনিটকে দেওয়া এটিই সর্বোচ্চ সম্মান।
অভিযান পরিচালনাকারী বিশেষ ওই সেনাদলের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। অভিযানের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে সফল সেনা অভিযানের এটি একটি। এ কাজ ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা আল-কায়েদার মাথা কর্তন করেছি। সংগঠনটির ভরাডুবি নিশ্চিত।’
লাদেন হত্যা অভিযান পরিচালনায় অংশ নেওয়া নেভি সিলস ও সামরিক হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে ওবামা একান্তে বৈঠক শেষে প্রায় দুই হাজার সেনার এক সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার নায়ক আল-কায়েদার প্রধান আর কখনো মার্কিন নাগরিকদের জন্য হুমকি হতে পারবে না। আমার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রবাসী ও সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে আমি বলার সুযোগ পেয়েছি, এ কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’
সেনাদের দক্ষতার প্রশংসা করে ওবামা বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের যথেষ্ট পেশাদার সেনা। বছরের পর বছর ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ মিশনে (লাদেন হত্যার অভিযান) অংশ নিতে তাঁরা নিরলস অনুশীলন করেছেন। আমি যখন তাঁদের নির্দেশ দিলাম, তখন তাঁরা প্রস্তুত ছিলেন। এ সময়ের মধ্যে বিশ্ববাসী জেনে গেছে, তাঁরা কতটা প্রস্তুত ছিলেন।’
ওই অভিযানে অংশ নেওয়া বিশেষ সেনাদের সম্পর্কে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে জানানো হয়েছে, ওবামা ১৬০তম স্পেশাল অ্যাভিয়েশন রেজিমেন্ট ও ফিফ্থ স্পেশাল গ্রুপের সদস্যদের সঙ্গে কেন্টাকিতে সাক্ষাৎ করেছেন।
প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও অভিযানে যোগ দেওয়া কমান্ডোদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইডেন জানান, এলিট ন্যাভি সিলসের বিশেষ কমান্ডোরা ওই অভিযানে অংশ নেন।
ফোর্ট ক্যাম্পবেল সেনাঘাঁটিতে প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত জানান ভাইস এডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন। ম্যাকরাভেনই আফগানিস্তান থেকে লাদেন হত্যা অভিযান তত্ত্বাবধান করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেন মার্কিন
অভিযান পরিচালনাকারী বিশেষ ওই সেনাদলের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। অভিযানের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে সফল সেনা অভিযানের এটি একটি। এ কাজ ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা আল-কায়েদার মাথা কর্তন করেছি। সংগঠনটির ভরাডুবি নিশ্চিত।’
লাদেন হত্যা অভিযান পরিচালনায় অংশ নেওয়া নেভি সিলস ও সামরিক হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে ওবামা একান্তে বৈঠক শেষে প্রায় দুই হাজার সেনার এক সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার নায়ক আল-কায়েদার প্রধান আর কখনো মার্কিন নাগরিকদের জন্য হুমকি হতে পারবে না। আমার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রবাসী ও সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে আমি বলার সুযোগ পেয়েছি, এ কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’
সেনাদের দক্ষতার প্রশংসা করে ওবামা বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের যথেষ্ট পেশাদার সেনা। বছরের পর বছর ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ মিশনে (লাদেন হত্যার অভিযান) অংশ নিতে তাঁরা নিরলস অনুশীলন করেছেন। আমি যখন তাঁদের নির্দেশ দিলাম, তখন তাঁরা প্রস্তুত ছিলেন। এ সময়ের মধ্যে বিশ্ববাসী জেনে গেছে, তাঁরা কতটা প্রস্তুত ছিলেন।’
ওই অভিযানে অংশ নেওয়া বিশেষ সেনাদের সম্পর্কে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে জানানো হয়েছে, ওবামা ১৬০তম স্পেশাল অ্যাভিয়েশন রেজিমেন্ট ও ফিফ্থ স্পেশাল গ্রুপের সদস্যদের সঙ্গে কেন্টাকিতে সাক্ষাৎ করেছেন।
প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও অভিযানে যোগ দেওয়া কমান্ডোদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইডেন জানান, এলিট ন্যাভি সিলসের বিশেষ কমান্ডোরা ওই অভিযানে অংশ নেন।
ফোর্ট ক্যাম্পবেল সেনাঘাঁটিতে প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত জানান ভাইস এডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন। ম্যাকরাভেনই আফগানিস্তান থেকে লাদেন হত্যা অভিযান তত্ত্বাবধান করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেন মার্কিন
No comments