দলগত ব্রোঞ্জের বেশি আসছে না টিটিতে
সবাই যখন সোনার হিসাব কষছিলেন, টেবিল টেনিসের কর্তারা ছেলেদের দলগত ইভেন্টে জিততে চেয়েছিলেন রুপা। কিন্তু টেবিল টেনিসের প্রথম দিনেই স্বপ্নটা উবে গেল। সেমিফাইনালে হেরে গেল ছেলেদের দল।
অথচ উডেনফ্লোর জিমনেসিয়ামে দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল! শ্রীলঙ্কান প্রতিপক্ষ চালিথা রঞ্জনের বিপক্ষে ২-০ সেটে এগিয়ে গিয়েছিলেন মাহবুব বিল্লাহ, হানিফ হ্যামলেটও ভালো শুরু করেছিলেন। গ্রপ পর্যায়ে মালদ্বীপকে হারানোর পর সেমিফাইনালে এসেই শ্রীলঙ্কার কাছে হার। মাহবুব প্রথমে চালিথ রঞ্জনার কাছে হারার পর রোহান সিরিসেনার কাছেও হেরেছেন। তবে হ্যামলেট হেরেছেন ইনজুরির কাছে। রোহানের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।
সেমিফাইনালে হেরে বাংলাদেশকে এখন লড়তে হবে ব্রোঞ্জের জন্য। এই ইভেন্টে ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। ছেলেদের মতো মেয়েদের দলগত ইভেন্টেও বাংলাদেশের দৌড় থেমেছে সেমিফাইনালে। শ্রীলঙ্কার কাছেই। মেয়েদের দলগত ইভেন্টে সোনা জিতেছে ভারত। কাল তারা ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৩-০ গেমে।
অথচ উডেনফ্লোর জিমনেসিয়ামে দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল! শ্রীলঙ্কান প্রতিপক্ষ চালিথা রঞ্জনের বিপক্ষে ২-০ সেটে এগিয়ে গিয়েছিলেন মাহবুব বিল্লাহ, হানিফ হ্যামলেটও ভালো শুরু করেছিলেন। গ্রপ পর্যায়ে মালদ্বীপকে হারানোর পর সেমিফাইনালে এসেই শ্রীলঙ্কার কাছে হার। মাহবুব প্রথমে চালিথ রঞ্জনার কাছে হারার পর রোহান সিরিসেনার কাছেও হেরেছেন। তবে হ্যামলেট হেরেছেন ইনজুরির কাছে। রোহানের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।
সেমিফাইনালে হেরে বাংলাদেশকে এখন লড়তে হবে ব্রোঞ্জের জন্য। এই ইভেন্টে ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। ছেলেদের মতো মেয়েদের দলগত ইভেন্টেও বাংলাদেশের দৌড় থেমেছে সেমিফাইনালে। শ্রীলঙ্কার কাছেই। মেয়েদের দলগত ইভেন্টে সোনা জিতেছে ভারত। কাল তারা ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৩-০ গেমে।
No comments