আশা আছে আরও
১১তম এসএ গেমসে কাল বাংলাদেশের জন্য স্বপ্নের মতো একটা দিন গেল। কারাতে, তায়কোয়ান্দো ও ক্রিকেট মিলিয়ে এই দিন মোট ৬টি সোনা জিতেছে স্বাগতিকেরা। উঁকি দিচ্ছে আরও সোনা জয়ের আশা। এর মধ্যে বক্সিং অন্যতম। কাল ফাইনালে উঠেছেন বাংলাদেশের তিন বক্সার। ৫৭ কেজি ওজন শ্রেণীতে আফগানিস্তানের খাজা খালিদকে হারিয়ে ফাইনালে উঠেছেন ফয়সাল মোল্লা। ৬০ কেজিতে জুয়েল আহমেদ হারিয়েছেন শ্রীলঙ্কার জয়াসুন্দরাকে। আর ৬৪ কেজি ওজন শ্রেণীর ফাইনালে উঠতে আবদুর রহিম জিতেছেন পাকিস্তানের আমির খানের বিপক্ষে।
এদিকে কাল টেবিল টেনিসে নিশ্চিত হয়েছে একটি ব্রোঞ্জ। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার রোহান সিরিসেনাকে হারিয়েছেন মাহবুব বিল্লাহ। আজ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ভারতের অমল রাজ। এর আগে টেবিল টেনিস থেকে এসেছে আরও দুটি ব্রোঞ্জ। এত দিন টেবিল টেনিসে ১৯৯৫ সালের দুটি ব্রোঞ্জই এসএ গেমসের সেরা সাফল্য হয়ে ছিল বাংলাদেশের। বাংলাদেশ কাল আরও একটি ব্রোঞ্জ জিতেছে কুস্তিতে।
এদিকে কাল টেবিল টেনিসে নিশ্চিত হয়েছে একটি ব্রোঞ্জ। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার রোহান সিরিসেনাকে হারিয়েছেন মাহবুব বিল্লাহ। আজ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ভারতের অমল রাজ। এর আগে টেবিল টেনিস থেকে এসেছে আরও দুটি ব্রোঞ্জ। এত দিন টেবিল টেনিসে ১৯৯৫ সালের দুটি ব্রোঞ্জই এসএ গেমসের সেরা সাফল্য হয়ে ছিল বাংলাদেশের। বাংলাদেশ কাল আরও একটি ব্রোঞ্জ জিতেছে কুস্তিতে।
No comments