উত্তর কোরিয়া মার্কিন ধর্মপ্রচারককে মুক্তি দিয়েছে
মার্কিন ধর্মপ্রচারক রবার্ট পার্ককে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। তিনি গতকাল শনিবার সকালে চীন পৌঁছেছেন। বিকেলে তিনি স্বদেশের উদ্দেশে রওনা হন। বেইজিংয়ের মার্কিন দূতাবাসের মুখপাত্র সুসান স্টিভেনসন এ তথ্য দিয়েছেন।
দূতাবাসের মুখপাত্র বলেন, ‘রবার্ট পার্ক মুক্ত। তিনি ইতিমধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁকে মুক্তি দেওয়ায় আমরা পিয়ংইয়ংকে স্বাগত জানাই।’ উত্তর কোরিয়ার প্রধান সংবাদ সংস্থার প্রতিবেদনে গত শুক্রবার বলা হয়, পশ্চিমা প্রচারণার ফাঁদে পড়ে রবার্ট পার্ক দেশটির সীমান্ত পাড়ি দেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করলে পিয়ংইয়ং কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
রবার্ট পার্ক গত বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে চীন ও উত্তর কোরিয়ার সীমান্তের বরফাবৃত তুমেন নদী হেঁটে পার হয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন। এ সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের প্রতি লেখা একটি চিঠি বহন করছিলেন। উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন বন্ধ, সব রাজনৈতিক বন্দীর মুক্তি ও সব বন্দিশালা বন্ধের দাবিতে তিনি ওই চিঠি লেখেন বলে তাঁর সহকর্মীরা তখন জানান।
দূতাবাসের মুখপাত্র বলেন, ‘রবার্ট পার্ক মুক্ত। তিনি ইতিমধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন। তাঁকে মুক্তি দেওয়ায় আমরা পিয়ংইয়ংকে স্বাগত জানাই।’ উত্তর কোরিয়ার প্রধান সংবাদ সংস্থার প্রতিবেদনে গত শুক্রবার বলা হয়, পশ্চিমা প্রচারণার ফাঁদে পড়ে রবার্ট পার্ক দেশটির সীমান্ত পাড়ি দেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করলে পিয়ংইয়ং কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
রবার্ট পার্ক গত বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে চীন ও উত্তর কোরিয়ার সীমান্তের বরফাবৃত তুমেন নদী হেঁটে পার হয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন। এ সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের প্রতি লেখা একটি চিঠি বহন করছিলেন। উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন বন্ধ, সব রাজনৈতিক বন্দীর মুক্তি ও সব বন্দিশালা বন্ধের দাবিতে তিনি ওই চিঠি লেখেন বলে তাঁর সহকর্মীরা তখন জানান।
No comments