ওবামার শিল্পকলা ও মানবিক বিষয়ক কমিটিতে ঝুম্পা লাহিড়ি
পুলিত্জার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা ঝুম্পা লাহিড়িকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিল্পকলা ও মানবিকবিষয়ক কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই কমিটির সদস্যসংখ্যা ছয়।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ‘তাঁদের মতো সম্মানিত মানুষ আমার প্রশাসনে কাজ করবেন, এতে আমি গর্ব বোধ করছি। শিল্পকলা ও মানবিক কমিটি আমাদের সমাজের স্পন্দন বাড়াবে, আমাদের উদ্দীপ্ত করবে এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে।’
ওবামা আরও বলেন, ‘সামনের দিনগুলোতে আমি তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’ হোয়াইট হাউস জানায়, ওই কমিটিতে আর যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন চুক ক্লোজ, ফ্রেড গোল্ডরিং, শিলা জনসন, পামেলা জয়নার ও কেন সলোমন।
লেখিকা ঝুম্পা লাহিড়ির প্রথম ছোটগল্পের সংকলন ইন্টারপ্রেটর অব মালদ্বীবস পুলিত্জার পুরস্কার জিতে নেয়। বইটি পুলিত্জার ছাড়াও পেন/হেমিংওয়ে পুরস্কার এবং এডিসন এম মেটক্ল্যাফ পুরস্কারও জিতে নেয়।
তাঁর সর্বশেষ ছোটগল্পের সংকলন আনঅ্যাকাস্টমড আর্থ ফ্রাংক ও’কনর ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড ও দ্য ভালোমব্রোসা-গ্রেগর ভন রেজোরি পুরস্কার জেতে।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ‘তাঁদের মতো সম্মানিত মানুষ আমার প্রশাসনে কাজ করবেন, এতে আমি গর্ব বোধ করছি। শিল্পকলা ও মানবিক কমিটি আমাদের সমাজের স্পন্দন বাড়াবে, আমাদের উদ্দীপ্ত করবে এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে।’
ওবামা আরও বলেন, ‘সামনের দিনগুলোতে আমি তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’ হোয়াইট হাউস জানায়, ওই কমিটিতে আর যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন চুক ক্লোজ, ফ্রেড গোল্ডরিং, শিলা জনসন, পামেলা জয়নার ও কেন সলোমন।
লেখিকা ঝুম্পা লাহিড়ির প্রথম ছোটগল্পের সংকলন ইন্টারপ্রেটর অব মালদ্বীবস পুলিত্জার পুরস্কার জিতে নেয়। বইটি পুলিত্জার ছাড়াও পেন/হেমিংওয়ে পুরস্কার এবং এডিসন এম মেটক্ল্যাফ পুরস্কারও জিতে নেয়।
তাঁর সর্বশেষ ছোটগল্পের সংকলন আনঅ্যাকাস্টমড আর্থ ফ্রাংক ও’কনর ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড ও দ্য ভালোমব্রোসা-গ্রেগর ভন রেজোরি পুরস্কার জেতে।
No comments