ব্রিটেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত
ব্রিটেনের উত্তর-পশ্চিমাঞ্চলে জনপ্রিয় পর্যটন অঞ্চল হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও এগ্রেমোন্ট শহরে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। গতকাল বুধবার এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার হতাহত ব্যক্তিদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।
পুলিশ জানায়, ডেরিক বার্ডস নামের এক বন্দুকধারী এ ঘটনা ঘটায়। সে পেশায় একজন ট্যাক্সিচালক। হোয়াইটহ্যাভেনের ডিউক স্ট্রিটে প্রথম গুলির ঘটনা ঘটে।
বন্দুকধারী দক্ষিণ দিকে যাওয়ার আগে প্রথম হোয়াইটহ্যাভেনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী গাড়িতে বসে গুলি চালাতে থাকে। পরে সে গসপোর্থ ও সিস্কেলের দিকে চলে যায়।
হোয়াইটহ্যাভেনে ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওয়াটসন জানান, ওই সড়কে তিনি এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, গতকাল সকালে হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও এগ্রেমোন্ট শহরে একজন বন্দুকধারীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার হতাহত ব্যক্তিদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।
পুলিশ জানায়, ডেরিক বার্ডস নামের এক বন্দুকধারী এ ঘটনা ঘটায়। সে পেশায় একজন ট্যাক্সিচালক। হোয়াইটহ্যাভেনের ডিউক স্ট্রিটে প্রথম গুলির ঘটনা ঘটে।
বন্দুকধারী দক্ষিণ দিকে যাওয়ার আগে প্রথম হোয়াইটহ্যাভেনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী গাড়িতে বসে গুলি চালাতে থাকে। পরে সে গসপোর্থ ও সিস্কেলের দিকে চলে যায়।
হোয়াইটহ্যাভেনে ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওয়াটসন জানান, ওই সড়কে তিনি এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, গতকাল সকালে হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও এগ্রেমোন্ট শহরে একজন বন্দুকধারীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছে।
No comments