এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্লাইট ও আসন বাড়াবে এমিরেটস
যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ফ্লাইট চালুর পাশাপাশি চলতি ফ্লাইটগুলোতেও আসনসংখ্যা বাড়াবে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস।
এমিরেটস আগামী ডিসেম্বর থেকে ব্যাংককে চতুর্থ ও সিডনিতে তৃতীয় দৈনিক ফ্লাইট চালু করবে। এ ছাড়া ম্যানিলায় সপ্তাহে দুটি ও জাকার্তায় একটি অতিরিক্ত ফ্লাইট চালাবে।
ডিসেম্বর ’০৯ থেকে জানুয়ারি ২০১০ পর্যন্ত এ দুই মাসে সপ্তাহে ১৭টি নতুন ফ্লাইট চালু ও অধিক আসনসংবলিত বিমান চালু করার ফলে এমিরেটসের বিমান বহরের আসন ক্ষমতা ১৩ শতাংশ বাড়বে। ফ্লাইটসংখ্যা বাড়ার ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ১৮৭টি ফ্লাইট পরিচালিত হবে এমিরেটসের।
এমিরেটস আগামী ডিসেম্বর থেকে ব্যাংককে চতুর্থ ও সিডনিতে তৃতীয় দৈনিক ফ্লাইট চালু করবে। এ ছাড়া ম্যানিলায় সপ্তাহে দুটি ও জাকার্তায় একটি অতিরিক্ত ফ্লাইট চালাবে।
ডিসেম্বর ’০৯ থেকে জানুয়ারি ২০১০ পর্যন্ত এ দুই মাসে সপ্তাহে ১৭টি নতুন ফ্লাইট চালু ও অধিক আসনসংবলিত বিমান চালু করার ফলে এমিরেটসের বিমান বহরের আসন ক্ষমতা ১৩ শতাংশ বাড়বে। ফ্লাইটসংখ্যা বাড়ার ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ১৮৭টি ফ্লাইট পরিচালিত হবে এমিরেটসের।
No comments