ম্যাগী ২ মিনিট নুডলসের উৎপাদন কার্যক্রম উদ্বোধন
গাজীপুর জেলার শ্রীপুরের রাজেন্দ্রপুরে নেসেল বাংলাদেশ লিমিটেডের কারখানায় নুডলস ব্র্যান্ড ম্যাগী ২ মিনিটের উত্পাদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে সুইজারল্যান্ডের হেড অব মিশন গ্যাব্রিয়েল গেরিঘেট্টি, নেসেল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক লঁহো থেরন্ড, উত্পাদন পরিচালক জ্যোতিন্দ্র মিধাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য একটি অদ্বিতীয় স্থান। এখানে শিল্প স্থাপনে বিদেশি ও প্রবাসী বাঙালিদের বিনিয়োগে আকৃষ্ট করতে কর অবকাশসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
নেসেল বাংলাদেশ নেসেল এসএর সম্পূর্ণ মালিকানাধীন একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে যাত্রা শুরু করে। শ্রীপুরে নেসেলর অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কারখানায় ম্যাগী নুডলস, ম্যাগী স্যুপ, নেসক্যাফে ও নিডোসহ বিভিন্ন ইনফ্যান্ট সেরিয়্যাল উত্পাদিত হয়ে আসছে।
সাতটি দেশে ৪৮১টি কারখানা এবং গবেষণা উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বিশ্বব্যাপী নেসেলর কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে সুইজারল্যান্ডের হেড অব মিশন গ্যাব্রিয়েল গেরিঘেট্টি, নেসেল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক লঁহো থেরন্ড, উত্পাদন পরিচালক জ্যোতিন্দ্র মিধাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য একটি অদ্বিতীয় স্থান। এখানে শিল্প স্থাপনে বিদেশি ও প্রবাসী বাঙালিদের বিনিয়োগে আকৃষ্ট করতে কর অবকাশসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
নেসেল বাংলাদেশ নেসেল এসএর সম্পূর্ণ মালিকানাধীন একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে যাত্রা শুরু করে। শ্রীপুরে নেসেলর অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কারখানায় ম্যাগী নুডলস, ম্যাগী স্যুপ, নেসক্যাফে ও নিডোসহ বিভিন্ন ইনফ্যান্ট সেরিয়্যাল উত্পাদিত হয়ে আসছে।
সাতটি দেশে ৪৮১টি কারখানা এবং গবেষণা উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বিশ্বব্যাপী নেসেলর কার্যক্রম পরিচালিত হয়।
No comments