আসামে তিনটি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত, আহত ৪০
ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলায় গতকাল রোববার সকালে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। এই বিস্ফোরণের পর আসামজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিস্ফোরণগুলো ঘটে মাত্র ৪০ মিনিটের মধ্যে। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় একটি থানার সামনে। বোমাটি একটি সাইকেলের সঙ্গে বাঁধা ছিল। সকাল ১০টায় প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।
দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় প্রথম বিস্ফোরণস্থলের ১০ মিটার দূরত্বে। তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে একই এলাকার গোপাল বাজারে। এখানেও বিস্ফোরক রাখা ছিল সাইকেলে।
পুলিশ এই বিস্ফোরণের জন্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে (উলফা) সন্দেহ করছে। কারণ নলবাড়ি জেলাটি উলফা অধ্যুষিত। উলফার বহু নেতার উত্থান হয়েছে এই নলবাড়ি থেকে। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন আসামের মুখ্যমন্ত্রী তরণ গগৈ।
বিস্ফোরণগুলো ঘটে মাত্র ৪০ মিনিটের মধ্যে। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় একটি থানার সামনে। বোমাটি একটি সাইকেলের সঙ্গে বাঁধা ছিল। সকাল ১০টায় প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।
দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় প্রথম বিস্ফোরণস্থলের ১০ মিটার দূরত্বে। তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে একই এলাকার গোপাল বাজারে। এখানেও বিস্ফোরক রাখা ছিল সাইকেলে।
পুলিশ এই বিস্ফোরণের জন্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে (উলফা) সন্দেহ করছে। কারণ নলবাড়ি জেলাটি উলফা অধ্যুষিত। উলফার বহু নেতার উত্থান হয়েছে এই নলবাড়ি থেকে। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন আসামের মুখ্যমন্ত্রী তরণ গগৈ।
No comments