ব্রিটিশ জ্যাজশিল্পী ড্যাংকওয়ার্থের জীবনাবসান
ব্রিটেনের প্রখ্যাত জ্যাজসংগীতের শিল্পী জন ড্যাংকওয়ার্থ আর নেই। কয়েক মাস অসুস্থ থাকার পর লন্ডনের এক হাসপাতালে শনিবার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। উল্লেখ্য, সংগীতশিল্পী ক্লিও লেইন তাঁর স্ত্রী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর এএফপি।
জন ড্যাংকওয়ার্থ সংগীত পরিবেশনের পাশাপাশি স্যাক্সোফোন ও বাঁশি বাজাতেন।
১৯২৭ সালে জন্মগ্রহণ করেন ড্যাংকওয়ার্থ। যখন তাঁর বয়স ১৭ তখন তিনি লন্ডনের রয়াল একাডেমি অব মিউজিকে লেখাপড়া করতে যান। তিনি ড্যাংকওয়ার্থ সেভেন নামে ১৯৫০ সালে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। তাঁর এ দলটি খুব শিগগিরই ব্রিটেনের অন্যতম শীর্ষ জ্যাজ গ্রুপে পরিণত হয়। এর তিন বছর পর তিনি একটি বড় ব্যান্ড দল গঠন করেন। তিনি প্রায় ২০ বছর এই দলের নেতৃত্ব দেন।
জন ড্যাংকওয়ার্থ সংগীত পরিবেশনের পাশাপাশি স্যাক্সোফোন ও বাঁশি বাজাতেন।
১৯২৭ সালে জন্মগ্রহণ করেন ড্যাংকওয়ার্থ। যখন তাঁর বয়স ১৭ তখন তিনি লন্ডনের রয়াল একাডেমি অব মিউজিকে লেখাপড়া করতে যান। তিনি ড্যাংকওয়ার্থ সেভেন নামে ১৯৫০ সালে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। তাঁর এ দলটি খুব শিগগিরই ব্রিটেনের অন্যতম শীর্ষ জ্যাজ গ্রুপে পরিণত হয়। এর তিন বছর পর তিনি একটি বড় ব্যান্ড দল গঠন করেন। তিনি প্রায় ২০ বছর এই দলের নেতৃত্ব দেন।
No comments