জিতেই চলেছে অস্ট্রেলিয়া
সিরিজ শুরুর আগের দিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল বলেছিলেন, ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১-এ হারাবে তারা। কাগজে-কলমে সেই সম্ভাবনা আছে এখনো, কিন্তু কাল যেভাবে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, গেইল নিজেও এখন তা বিশ্বাস করেন কি না কে জানে। মেলবোর্নে কাল অস্ট্রেলিয়া জিতেছে ১১৩ রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের টানা নবম জয়।
ওয়েস্ট ইন্ডিজ অবশ্য দায় চাপাতে পারে ইনজুরির ঘাড়ে, খেলতে পারেননি নিয়মিত একাদশের তিনজন—রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংসটা ‘টিম গেমে’র দারুণ উদাহরণ। আড়াই শ পেরোনো স্কোরে ফিফটি একমাত্র ওয়াটনসনের, ৪৯ করেছেন রিকি পন্টিং। তবে ২০-এর বেশি রান করেছেন আরও চারজন। একপর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ১৩৫, সেখান থেকে ২৫৬ তে আটকে রেখে নিজেদের কাজটা ভালোভাবেই করেছিলেন ক্যারিবীয় বোলাররা।
পঞ্চম ওভারেই ৩ উইকেটে ১২, ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ সেখানেই। ক্যারিয়ার-সেরা বোলিং করা পোলার্ড ব্যাটিংয়েও করেন সর্বোচ্চ ৩১। ৯৪ বল আগেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৪৩ রানে। আগের তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া রায়ান হ্যারিস কালও নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ৫৯ রান করার পর ১ উইকেট নিয়ে ম্যাচসেরা শেন ওয়াটসন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৬/৮ (ওয়াটসন ৫৯, পন্টিং ৪৯, হাসি ২৮; পোলার্ড ৩/৪৫, রামপল ২/৪৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.২ ওভারে ১৪৩ (পোলার্ড ৩১, সিমন্স ২৯, হ্যারিস; ৩/২৪, হরিজ ৩/২৮, বলিঞ্জার ২/১৮)
ওয়েস্ট ইন্ডিজ অবশ্য দায় চাপাতে পারে ইনজুরির ঘাড়ে, খেলতে পারেননি নিয়মিত একাদশের তিনজন—রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংসটা ‘টিম গেমে’র দারুণ উদাহরণ। আড়াই শ পেরোনো স্কোরে ফিফটি একমাত্র ওয়াটনসনের, ৪৯ করেছেন রিকি পন্টিং। তবে ২০-এর বেশি রান করেছেন আরও চারজন। একপর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ১৩৫, সেখান থেকে ২৫৬ তে আটকে রেখে নিজেদের কাজটা ভালোভাবেই করেছিলেন ক্যারিবীয় বোলাররা।
পঞ্চম ওভারেই ৩ উইকেটে ১২, ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ সেখানেই। ক্যারিয়ার-সেরা বোলিং করা পোলার্ড ব্যাটিংয়েও করেন সর্বোচ্চ ৩১। ৯৪ বল আগেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৪৩ রানে। আগের তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া রায়ান হ্যারিস কালও নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ৫৯ রান করার পর ১ উইকেট নিয়ে ম্যাচসেরা শেন ওয়াটসন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৬/৮ (ওয়াটসন ৫৯, পন্টিং ৪৯, হাসি ২৮; পোলার্ড ৩/৪৫, রামপল ২/৪৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.২ ওভারে ১৪৩ (পোলার্ড ৩১, সিমন্স ২৯, হ্যারিস; ৩/২৪, হরিজ ৩/২৮, বলিঞ্জার ২/১৮)
No comments