নিজেদের জালে পোর্টসমাউথের তিন গোল
ম্যাচে তিনটি গোল করেছে পোর্টসমাউথ, তার পরও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কিনা তাদের হারতে হলো ৫-০ গোলে! ঘটনা হলো, তিনটি গোলই তারা করেছে নিজেদের জালে। বিশাল জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানইউ। ইংল্যান্ডে রেড ডেভিলদের শীর্ষে ওঠার দিনে স্পেনে জয়যাত্রা অব্যাহত রেখেছে বার্সেলোনা, পরে এসপানিওলকে হারিয়ে ব্যবধান পাঁচেই রেখেছে রিয়াল মাদ্রিদ। তিন মাস পর গোল পেয়েছেন কাকা।
গত বছরের ৭ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ গোল পেয়েছেন কাকা। এর পর সাত ম্যাচে গোল নেই। ইনজুরি-ফর্মহীনতা মিলিয়ে এসি মিলানের কাকাকে মাদ্রিদে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যখন শুরু হয়েছে গুঞ্জন, সেই সময়ই ফিরে এলেন দারুণভাবে। এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলে জয়ে দ্বিতীয় গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২৯ মিনিটে অনেক দিন পর সেরা একাদশে ফেরা রাউলের কিক গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করেন কাকা। সার্জিও রামোসের হেড ৫ মিনিটেই এগিয়ে দিয়েছিল রিয়ালকে, ৯০ মিনিটে আরেকটি গোল করেন বদলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। বার্নাব্যুতে এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতল রিয়াল।
লা লিগায় মৌসুমে লিওনেল মেসির ১৬তম গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনাও। কিন্তু ২৫ মিনিটে ডিফেন্ডার জেরার্ড পিকের লাল কার্ড কাজটা কঠিন করে দিয়েছিল তাদের। ন্যু ক্যাম্পে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মতো খেলেই গেটাফেকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ৬৬ মিনিটে জাভি হার্নান্দেজের করা গোলটিও বানিয়ে দেন মেসি। শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রবার্তো সলদাদো।
বার্সেলোনার মতো ঘণ্টাখানেক ১০ জন নিয়ে খেলে জিতেছে লিভারপুল। গ্রিক ডিফেন্ডার কিরাজিয়াকোস লাল কার্ড পেয়ে বাইরে যাওয়ার পরও এভারটনকে অল রেডরা হারিয়েছে ডির্ক কিউটের একমাত্র গোলে। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে রাফায়েল বেনিতেজের দল উঠে গেছে চারে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। পোর্টসমাউথের তিনটি আত্মঘাতী গোল ছাড়া বাকি গোল দুটি ওয়েন রুনি ও দিমিতার বারবেতভের।
গত বছরের ৭ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ গোল পেয়েছেন কাকা। এর পর সাত ম্যাচে গোল নেই। ইনজুরি-ফর্মহীনতা মিলিয়ে এসি মিলানের কাকাকে মাদ্রিদে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যখন শুরু হয়েছে গুঞ্জন, সেই সময়ই ফিরে এলেন দারুণভাবে। এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলে জয়ে দ্বিতীয় গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২৯ মিনিটে অনেক দিন পর সেরা একাদশে ফেরা রাউলের কিক গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করেন কাকা। সার্জিও রামোসের হেড ৫ মিনিটেই এগিয়ে দিয়েছিল রিয়ালকে, ৯০ মিনিটে আরেকটি গোল করেন বদলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। বার্নাব্যুতে এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতল রিয়াল।
লা লিগায় মৌসুমে লিওনেল মেসির ১৬তম গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনাও। কিন্তু ২৫ মিনিটে ডিফেন্ডার জেরার্ড পিকের লাল কার্ড কাজটা কঠিন করে দিয়েছিল তাদের। ন্যু ক্যাম্পে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মতো খেলেই গেটাফেকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার দল। ৬৬ মিনিটে জাভি হার্নান্দেজের করা গোলটিও বানিয়ে দেন মেসি। শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রবার্তো সলদাদো।
বার্সেলোনার মতো ঘণ্টাখানেক ১০ জন নিয়ে খেলে জিতেছে লিভারপুল। গ্রিক ডিফেন্ডার কিরাজিয়াকোস লাল কার্ড পেয়ে বাইরে যাওয়ার পরও এভারটনকে অল রেডরা হারিয়েছে ডির্ক কিউটের একমাত্র গোলে। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে রাফায়েল বেনিতেজের দল উঠে গেছে চারে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। পোর্টসমাউথের তিনটি আত্মঘাতী গোল ছাড়া বাকি গোল দুটি ওয়েন রুনি ও দিমিতার বারবেতভের।
No comments