নিউ অরলিন্সে ৩২ বছর পর শ্বেতাঙ্গ মেয়র নির্বাচিত
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ৩২ বছরের মধ্যে এই প্রথম একজন শ্বেতাঙ্গ মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নাম লেফটেন্যান্ট গভর্নর মিচ ল্যান্ড্রিউ। তিনি বিদায়ী মেয়র রে নাগিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত শনিবার তিনি নির্বাচিত হন।
বিদায়ী মেয়র নাগিন একজন আফ্রিকান আমেরিকান। তিনি নিউ অরলিন্সে ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতের পর পুনর্গঠনে বিচক্ষণতার পরিচয় না দেওয়ায় জনপ্রিয়তা হারান। ডেমোক্র্যাট ল্যান্ড্রিউর বাবা মুন ল্যান্ড্রিউ ১৯৭৮ সালে সেখানকার মেয়র ছিলেন।
উল্লেখ্য, শহরটিতে মোট জনসংখ্যার মধ্যে ৬১ শতাংশই কৃষ্ণাঙ্গ। এর আগে ল্যান্ড্রিউ ২০০৬ সালের নির্বাচনে নাগিনের কাছে হেরে যান। নাগিন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচন শেষ হওয়ার ৩৫ মিনিট পর সিবিএস কার্যালয় ল্যান্ড্রিউকে বিজয়ী ঘোষণা করে বলেছে, প্রধান পাঁচ প্রার্থীর চেয়ে তিনি অনেক ভোটে এগিয়ে আছেন। ল্যান্ড্রিউ ৬৪ শতাংশ বেশি ভোট পান।
বিদায়ী মেয়র নাগিন একজন আফ্রিকান আমেরিকান। তিনি নিউ অরলিন্সে ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতের পর পুনর্গঠনে বিচক্ষণতার পরিচয় না দেওয়ায় জনপ্রিয়তা হারান। ডেমোক্র্যাট ল্যান্ড্রিউর বাবা মুন ল্যান্ড্রিউ ১৯৭৮ সালে সেখানকার মেয়র ছিলেন।
উল্লেখ্য, শহরটিতে মোট জনসংখ্যার মধ্যে ৬১ শতাংশই কৃষ্ণাঙ্গ। এর আগে ল্যান্ড্রিউ ২০০৬ সালের নির্বাচনে নাগিনের কাছে হেরে যান। নাগিন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচন শেষ হওয়ার ৩৫ মিনিট পর সিবিএস কার্যালয় ল্যান্ড্রিউকে বিজয়ী ঘোষণা করে বলেছে, প্রধান পাঁচ প্রার্থীর চেয়ে তিনি অনেক ভোটে এগিয়ে আছেন। ল্যান্ড্রিউ ৬৪ শতাংশ বেশি ভোট পান।
No comments