নখের এই অর্ধচন্দ্রই বলে দিবে আপনি সুস্থ কিনা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1agZ1Hwa8lqKc3DLBtXMru6W1F2Sh0TY33iQMzj_pw3rgiGjroVLAfjEyvniXEU0ozvV9yzwRN_QVHSU28MboV7F8Y_mNjvD6lkNK3UzdZMddjVfxFEczsMp4UFTVqcnqd-FaoTqo_YJq/s400/%25E0%25A6%25A8%25E0%25A6%2596%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%258F%25E0%25A6%2587+%25E0%25A6%2585%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%259A%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25B2%25E0%25A7%2587+%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%2586%25E0%25A6%25AA%25E0%25A6%25A8%25E0%25A6%25BF+%25E0%25A6%25B8%25E0%25A7%2581%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25A5+%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE.jpg)
আপনি
কি জানেন নখ আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে? আপনার নখ
ভাল করে খেয়াল করে দেখুন তো এ রকম সাদা অর্ধচন্দ্র দেখতে পান কিনা? সবচেয়ে
স্পষ্ট ভাবে দেখতে পাবেন বুড়ো আঙুলের নখে। আর এই অর্ধচন্দ্রই আমাদের নখ
ভাল রাখার জন্য সবচেয়ে জরুরি। এর পোশাকি নাম লুনুলা।
এই লুনুলা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তা হলে আপনার নখের বৃদ্ধিই চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে। এই লুনুলা দেখতে সাদা লাগলেও আসলে এর রঙ মাংসের মতো। কারণ লুনুলা নখেরই অংশ মনে হলেও বাস্তবে তা নয়। এই অংশের উপরই বসে থাকে নখ। তাই উন্মুক্ত থাকলে লুনুলা অত্যন্ত সংবেদনশীল একটি অংশ।
নখের ঠিক নিচে থাকা চামড়ার একেবারে উপরের এই অংশ রক্তনালীকে ঢেকে রাখে। যদি লুনুলার আবরণ না থাকতো তা হলে অংশে ক্রমাগত যন্ত্রণা হতো। যদি নখ সম্পূর্ণ তুলে ফেলা হয় তা হলেও কিন্তু থেকে যাবে লুনুলা।
প্রত্যেকের নখের নিচেই থাকে লুনুলা। কারো হাতে স্পষ্ট ভাবে বোঝা যায়, আবার কারো হাতে বোঝা যায় না।
এ বার জেনে নিন এই লুনুলা আমাদের স্বাস্থ্য সম্পর্কে কী বলে। সাধারণত লুনুলা যদি খুব ছোট হয় তা হলে সেই ব্যক্তি রক্তাল্পতা বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। আবার খুব বেশি হজমের সমস্যা হলেও ছোট হতে পারে লুনুলা। যাদের লুনুলা ছোট হয় তারা অনেক বেশি ক্লান্ত বোধ করেন।
যদি লুনুলা নীলচে হয় তা হলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। লালচে হলে আপনার হার্টের সমস্যা থাকতে পারে।
আইভরি রঙের লুনুলা সুস্বাস্থ্যের লক্ষণ। এ ক্ষেত্রে নখের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে থাকে লুনুলা। যদি দেখেন আপনার লুনুলা ছোট হয়ে আসছে ও রঙ গাঢ় হচ্ছে তা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : ইন্টারনেট
এই লুনুলা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তা হলে আপনার নখের বৃদ্ধিই চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে। এই লুনুলা দেখতে সাদা লাগলেও আসলে এর রঙ মাংসের মতো। কারণ লুনুলা নখেরই অংশ মনে হলেও বাস্তবে তা নয়। এই অংশের উপরই বসে থাকে নখ। তাই উন্মুক্ত থাকলে লুনুলা অত্যন্ত সংবেদনশীল একটি অংশ।
নখের ঠিক নিচে থাকা চামড়ার একেবারে উপরের এই অংশ রক্তনালীকে ঢেকে রাখে। যদি লুনুলার আবরণ না থাকতো তা হলে অংশে ক্রমাগত যন্ত্রণা হতো। যদি নখ সম্পূর্ণ তুলে ফেলা হয় তা হলেও কিন্তু থেকে যাবে লুনুলা।
প্রত্যেকের নখের নিচেই থাকে লুনুলা। কারো হাতে স্পষ্ট ভাবে বোঝা যায়, আবার কারো হাতে বোঝা যায় না।
এ বার জেনে নিন এই লুনুলা আমাদের স্বাস্থ্য সম্পর্কে কী বলে। সাধারণত লুনুলা যদি খুব ছোট হয় তা হলে সেই ব্যক্তি রক্তাল্পতা বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। আবার খুব বেশি হজমের সমস্যা হলেও ছোট হতে পারে লুনুলা। যাদের লুনুলা ছোট হয় তারা অনেক বেশি ক্লান্ত বোধ করেন।
যদি লুনুলা নীলচে হয় তা হলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। লালচে হলে আপনার হার্টের সমস্যা থাকতে পারে।
আইভরি রঙের লুনুলা সুস্বাস্থ্যের লক্ষণ। এ ক্ষেত্রে নখের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে থাকে লুনুলা। যদি দেখেন আপনার লুনুলা ছোট হয়ে আসছে ও রঙ গাঢ় হচ্ছে তা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : ইন্টারনেট
No comments