আবার হারল অস্ট্রেলিয়া
কী যে হলো অস্ট্রেলিয়ার! ইংল্যান্ডের কাছে ৫ ম্যাচের সিরিজ হারল ৩-২ ব্যবধানে। এরপর পাকিস্তানের নতুন ‘হোম’ ইংল্যান্ডে পাকিস্তানের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো। কাল দ্বিতীয় ম্যাচটি হেরেছে তারা ১১ রানের ব্যবধানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ৯ উইকেটে তুলেছে ১৬২ রান। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উমর আকমল কাল করেছেন ২৫ রান। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেছেন তাঁরই বড় ভাই কামরান আকমল। দ্বিতীয় সর্বোচ্চ সালমান বাটের ৩১।
১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এর পরও যে ১৫১ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া, তা মাইকেল ক্লার্ক (৩০), জেমস হোপস (৩০), ডেভিড হাসি (৩৩) ও মাইক হাসির (২৫) চারটি ইনিংসের কল্যাণেই। পাকিস্তানের মোহাম্মদ আমির ২৭ রানে ৩টি এবং শহীদ আফ্রিদি ৩০ রানে ২ উইকেট নিয়েছেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ৯ উইকেটে তুলেছে ১৬২ রান। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উমর আকমল কাল করেছেন ২৫ রান। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেছেন তাঁরই বড় ভাই কামরান আকমল। দ্বিতীয় সর্বোচ্চ সালমান বাটের ৩১।
১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এর পরও যে ১৫১ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া, তা মাইকেল ক্লার্ক (৩০), জেমস হোপস (৩০), ডেভিড হাসি (৩৩) ও মাইক হাসির (২৫) চারটি ইনিংসের কল্যাণেই। পাকিস্তানের মোহাম্মদ আমির ২৭ রানে ৩টি এবং শহীদ আফ্রিদি ৩০ রানে ২ উইকেট নিয়েছেন।
No comments