ফেসবুকের কল্যাণে
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন এবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কাছে চিরঋণী হয়ে গেল। সুপার ইগলদের আকাশে যখন দুর্যোগের ঘনঘটা, ঠিক তখনই ফেসবুক ব্যবহারকারীরাই পার করল তাদের। নাইজেরিয়ার বিশ্বকাপের ব্যর্থতার পর দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন দুই বছরের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষিদ্ধ করেছিলেন নাইজেরিয়াকে। আবার এই নিষেধাজ্ঞা তুলে না নিলে ফিফার কালো তালিকায় পড়তে হতো ফুটবল ফেডারেশনকে। তবে ফেসবুকে একের পর এক অনুরোধ ও পরামর্শ পেয়ে গত সোমবার প্রেসিডেন্ট গুডলাক জনাথনের মতি ফিরেছে। জনাথন জানিয়েছেন, তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে আসলে ফেসবুকে আসা শত শত পোস্টের ভূমিকাই বেশি। ফেসবুকের সেই সব অনুরোধকারীর পরামর্শ নাকি ফেলতে পারেননি শেষতক।
No comments