তুরস্কে সংঘর্ষে তিন সেনা ও ৯ বিদ্রোহী নিহত
তুরস্কের দক্ষিণাঞ্চলে গত সোমবার রাতে সেনাবাহিনীর সঙ্গে কুর্দি বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষে তিন সেনা ও নয় বিদ্রোহী নিহত হয়েছে। কুর্দি বিদ্রোহীরা একটি সেনা চৌকিতে হামলা চালালে এ সংঘর্ষ ঘটে। খবর এএফপির।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি দল ইরাক ও ইরানের সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় অবস্থিত ওই সেনা চৌকিতে হামলা চালায়। এ ঘটনায় আরও তিন সেনা আহত হন।
অপর ঘটনায় তুরস্কের পূর্বাঞ্চলে সোমবার রাতে বিদ্রোহীদের অতর্কিত হামলায় পাঁচ সেনা আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাতোলিয়া এ কথা জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পিকেকে তুরস্কের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সেনা সদস্যদের ওপর প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে।
পিকেকে আঙ্কারার তালিকাভুক্ত একটি সন্ত্রাসী সংগঠন। তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৮৪ সালে পিকেকে হাতে অস্ত্র তুলে নেয়।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি দল ইরাক ও ইরানের সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় অবস্থিত ওই সেনা চৌকিতে হামলা চালায়। এ ঘটনায় আরও তিন সেনা আহত হন।
অপর ঘটনায় তুরস্কের পূর্বাঞ্চলে সোমবার রাতে বিদ্রোহীদের অতর্কিত হামলায় পাঁচ সেনা আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাতোলিয়া এ কথা জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পিকেকে তুরস্কের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সেনা সদস্যদের ওপর প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে।
পিকেকে আঙ্কারার তালিকাভুক্ত একটি সন্ত্রাসী সংগঠন। তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৮৪ সালে পিকেকে হাতে অস্ত্র তুলে নেয়।
No comments