উদ্বেগ হূদরোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়
ব্রিটেনের এক দল গবেষক বলেছেন, যেসব হূদরোগী উদ্বেগে ভোগেন, তাদের ‘স্ট্রোক’, ‘হার্ট অ্যাটাক’ ও ‘হার্ট ফেইলিয়র’জনিত মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক সাময়িকী আর্কাইভস্ অব জেনারেল সাইকিয়াট্রির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ বিষয়ে সহস্রাধিক হূদরোগীর ওপর সাড়ে পাঁচ বছর ধরে গবেষণা পরিচালনা করেছেন। এতে তাঁরা দেখেছেন, সাধারণ হূদরোগীর চেয়ে উদ্বেগে ভোগেন, এমন হূদরোগীর ৭৪ শতাংশেরই ঝুঁকি থাকে ‘স্ট্রোক’, ‘হার্ট অ্যাটাক’ ও ‘হার্ট ফেইলিয়র’জনিত মৃত্যুর। তবে করোনারি হূদরোগের সঙ্গে উদ্বিগ্নতার যোগসূত্রতা থাকার কারণ এখনো জানা যায়নি। গবেষকেরা বলেছেন, এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতে আরও গবেষণার প্রয়োজন।
সাধারণ নিয়ন্ত্রণহীন উদ্বেগে ভুগছেন, এমন ১০৬ জন রোগীর মধ্যে হূদযন্ত্রসংক্রান্ত ঝুঁকির হার দেখা গেছে ৯.৬ শতাংশের। অন্যদিকে উদ্বেগে ভোগেন না, এমন ৯০৯ জন রোগীর মধ্যে ওই ঝুঁকির হার ছিল মাত্র ৬.৬ শতাংশের। গবেষণায় আরও দেখা গেছে, হূদরোগে ভুগছেন এমন রোগীর ২৪ থেকে ৩১ শতাংশ উদ্বেগেও ভোগেন।
প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ বিষয়ে সহস্রাধিক হূদরোগীর ওপর সাড়ে পাঁচ বছর ধরে গবেষণা পরিচালনা করেছেন। এতে তাঁরা দেখেছেন, সাধারণ হূদরোগীর চেয়ে উদ্বেগে ভোগেন, এমন হূদরোগীর ৭৪ শতাংশেরই ঝুঁকি থাকে ‘স্ট্রোক’, ‘হার্ট অ্যাটাক’ ও ‘হার্ট ফেইলিয়র’জনিত মৃত্যুর। তবে করোনারি হূদরোগের সঙ্গে উদ্বিগ্নতার যোগসূত্রতা থাকার কারণ এখনো জানা যায়নি। গবেষকেরা বলেছেন, এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতে আরও গবেষণার প্রয়োজন।
সাধারণ নিয়ন্ত্রণহীন উদ্বেগে ভুগছেন, এমন ১০৬ জন রোগীর মধ্যে হূদযন্ত্রসংক্রান্ত ঝুঁকির হার দেখা গেছে ৯.৬ শতাংশের। অন্যদিকে উদ্বেগে ভোগেন না, এমন ৯০৯ জন রোগীর মধ্যে ওই ঝুঁকির হার ছিল মাত্র ৬.৬ শতাংশের। গবেষণায় আরও দেখা গেছে, হূদরোগে ভুগছেন এমন রোগীর ২৪ থেকে ৩১ শতাংশ উদ্বেগেও ভোগেন।
No comments