প্যারিস হামলাকারীকে আগেই হত্যার চেষ্টা করেছিল পশ্চিমা জোট
প্যারিস হামলার মূল হোতাকে বিমান হামলার মাধ্যমে আগেই হত্যা করার চেষ্টা করেছিল সিরিয়া থেকে পরিচালিত পশ্চিমা জোট। কিন্তু তার অবস্থান শনাক্ত করতে না পেরে হত্যা করা সম্ভব হয়নি বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানান পশ্চিমা জোটের দুই সদস্য। প্যারিস হামলার মূল হোতা হিসেবে শনাক্ত হওয়া আবদেল হামিদ আবাউদি বেলজিয়ামের নাগরিক। আবাউদি চলতি বছরের জানুয়ারি মাসে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া ও এক সিরীয় পুলিশকে শিরচ্ছেদ করার অভিযোগে সিরিয়া পুলিশ তাকে আটক করেছিল। কিন্তু বেলজিয়াম পুলিশ অন্য একজনকে এ হত্যার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পায়। ফলে তার নিরাপত্তা ত্রুটিতে সিরিয়া থেকে পালায় আবাউদি।
পরে ইউরোপিয়ান দেশগুলোর প্রতি বিদ্রুপ করে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করে আইএসের অনলাইন ম্যাগাজিন। এমনকি সিরিয়ায় তাকে নিয়ে আইএস একটি ভিডিও বার্তা দেয়। যাতে দেখা যায়, আবাউদ একটি ট্রাক চালিয়ে ইসলামিক স্টেট বিরোধীদের মৃতদেহ নিয়ে যাচ্ছে। কিন্তু কে জানত যে এই আবাউদই হবে ফ্রান্সের এমন ভয়াবহ হামলার মূল নায়ক, এমনটাই বলছিলেন পশ্চিমা জোট সদস্য। আবাউদ প্যারিসে আÍঘাতী হামলায় বা অন্য কোনো বিমান হামলায় নিহত হয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় বলে জানায় এক কর্মকর্তা। তবে ফ্রান্সে হামলার মূল হোতা আবাউদের পরিকল্পনায় অন্য কোনো আইএস সদস্যদের সহায়তায় হয়েছে বলে বিশ্বাস তাদের। প্যারিস হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত থাকা সালাহ আব্দেসালাম নামে আরও একজনকে শনাক্ত করেছে পুলিশ। আব্দেসালাম ফরাসী নাগরিক।
পরে ইউরোপিয়ান দেশগুলোর প্রতি বিদ্রুপ করে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করে আইএসের অনলাইন ম্যাগাজিন। এমনকি সিরিয়ায় তাকে নিয়ে আইএস একটি ভিডিও বার্তা দেয়। যাতে দেখা যায়, আবাউদ একটি ট্রাক চালিয়ে ইসলামিক স্টেট বিরোধীদের মৃতদেহ নিয়ে যাচ্ছে। কিন্তু কে জানত যে এই আবাউদই হবে ফ্রান্সের এমন ভয়াবহ হামলার মূল নায়ক, এমনটাই বলছিলেন পশ্চিমা জোট সদস্য। আবাউদ প্যারিসে আÍঘাতী হামলায় বা অন্য কোনো বিমান হামলায় নিহত হয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় বলে জানায় এক কর্মকর্তা। তবে ফ্রান্সে হামলার মূল হোতা আবাউদের পরিকল্পনায় অন্য কোনো আইএস সদস্যদের সহায়তায় হয়েছে বলে বিশ্বাস তাদের। প্যারিস হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত থাকা সালাহ আব্দেসালাম নামে আরও একজনকে শনাক্ত করেছে পুলিশ। আব্দেসালাম ফরাসী নাগরিক।
No comments