‘আজীবন অভিনয় নয়, বড় ক্যারিয়ার গড়তে চাই’
তেলেগু ভাষার চলচ্চিত্রের মাধ্যমে ২০০৬ সালে সিনেমা জগতে অভিষেক ঘটে ভারতীয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজের।
এরপর দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি পা রাখেন বলিউডে। উপহার দেন বারফি, রুস্তমের মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রও।
সম্প্রতি ইলিয়েনা ডি ক্রুজ জানান, সিনেমা জগতের তারকারা সাধারণত জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। কিন্তু তিনি তা করবেন না।
এক সাক্ষাৎকারে ইলিয়েনা বলেন, ‘আমি আজীবন অভিনয় করব না। তবে বড় একটি ক্যারিয়ার গড়তে চাই। আমি যে কাজটি করার সুযোগ পাই তা ভালোবেসে করি এবং তা খুব উপভোগ করি।
আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই না। কারণ যখন এ বিষয়ে ভাবি তখন অধৈর্য হয়ে পড়ি, চিন্তা চলে আসে। আমি টাকা নিয়েও ভাবি না। যতটা পারি ভালো কাজ করার চেষ্টা করি। ’
ইলিয়েনা ডিক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুস্তম’। ২০১৬ সালে মুক্তি পায় এটি। চলতি বছর বলিউডের ‘মুবারাকা’ ও ‘বাদশাহো’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে সিনেমা দুটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
এরপর দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি পা রাখেন বলিউডে। উপহার দেন বারফি, রুস্তমের মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রও।
সম্প্রতি ইলিয়েনা ডি ক্রুজ জানান, সিনেমা জগতের তারকারা সাধারণত জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। কিন্তু তিনি তা করবেন না।
এক সাক্ষাৎকারে ইলিয়েনা বলেন, ‘আমি আজীবন অভিনয় করব না। তবে বড় একটি ক্যারিয়ার গড়তে চাই। আমি যে কাজটি করার সুযোগ পাই তা ভালোবেসে করি এবং তা খুব উপভোগ করি।
আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই না। কারণ যখন এ বিষয়ে ভাবি তখন অধৈর্য হয়ে পড়ি, চিন্তা চলে আসে। আমি টাকা নিয়েও ভাবি না। যতটা পারি ভালো কাজ করার চেষ্টা করি। ’
ইলিয়েনা ডিক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুস্তম’। ২০১৬ সালে মুক্তি পায় এটি। চলতি বছর বলিউডের ‘মুবারাকা’ ও ‘বাদশাহো’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে সিনেমা দুটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
No comments