এবার ঝরে পড়লেন জহির-শ্রীশান্ত
পরিবারকে সময় দিতে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন শচীন টেন্ডুলকার। ইনজুরিতে থাকায় ঘোষিত টেস্ট দলে ছিলেন না বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রায় তারকাশূন্য ভারতীয় টেস্ট দল থেকে আজ শুক্রবার ঝরে পড়লেন দুই ফাস্ট মিডিয়াম বোলার জহির খান ও শ্রীশান্ত।
জহির-শ্রীশান্তের বাদ পড়ার কারণ—ইনজুরি। জহিরের চোট ডান পায়ের গোড়ালিতে, আর শ্রীশান্তের চোট ডান হাতের কনুইয়ে। এ দুজন বাদ পড়ায় নির্বাচকেরা দলে এনেছেন অভিমন্যু মিঠুন ও প্রাভিন কুমারকে।
২০ জুন মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডেতে না থাকলেও টেস্ট সিরিজে যথারীতি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ওয়েবসাইট।
টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ, মুরালি বিজয়, অভিনব মুকুন্দ, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সুরেশ বদ্রিনাথ, হরভজন সিং, ইশান্ত শর্মা, প্রাভিন কুমার, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা, অভিমন্যু মিঠুন, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না ও পার্থিব প্যাটেল।
জহির-শ্রীশান্তের বাদ পড়ার কারণ—ইনজুরি। জহিরের চোট ডান পায়ের গোড়ালিতে, আর শ্রীশান্তের চোট ডান হাতের কনুইয়ে। এ দুজন বাদ পড়ায় নির্বাচকেরা দলে এনেছেন অভিমন্যু মিঠুন ও প্রাভিন কুমারকে।
২০ জুন মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডেতে না থাকলেও টেস্ট সিরিজে যথারীতি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ওয়েবসাইট।
টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ, মুরালি বিজয়, অভিনব মুকুন্দ, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সুরেশ বদ্রিনাথ, হরভজন সিং, ইশান্ত শর্মা, প্রাভিন কুমার, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা, অভিমন্যু মিঠুন, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না ও পার্থিব প্যাটেল।
No comments