ইরাকে হাজারো মানুষের সরকারবিরোধী বিক্ষোভ
ইরাকের বিভিন্ন শহরে গতকাল শুক্রবার কয়েক হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির ঘোষিত সরকারের ১০০ দিনের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি না হওয়ায় ইরাকিরা এ বিক্ষোভ করে। তবে আটক ২৫ জন জঙ্গির মৃত্যুদণ্ডের দাবিতে তাহিরর স্কয়ারে কয়েক হাজার মানুষের আরেকটি বিক্ষোভ ওই এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকে ছাপিয়ে যায়।
এদিকে চলতি বছরে প্রত্যাহারের কথা থাকলেও ইরাকে মার্কিন সেনারা আরও কিছুদিন অবস্থান করতে যাচ্ছে বলে জানিয়েছেন সিআইএর প্রধান লিওন প্যানেট্টা।
বাগদাদের তাহিরর স্কয়ার, হিল্লা ও বসরা নগরে গতকাল কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাহিরর স্কয়ারে প্রায় ৪০০ জন ইরাকি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা আরও ভালো জনসেবা ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা মালিকি সরকারের বিরুদ্ধে ব্যানার বহন করে ও স্লোগান দেয়। কিন্তু ওই এলাকায় প্রায় তিন হাজার লোকের আরেকটি মিছিল সরকারবিরোধী মিছিলটিকে ছাপিয়ে যায়। সরকারের হাতে আটক ২৫ জন জঙ্গির মৃত্যুদণ্ডের দাবিতে দ্বিতীয় মিছিলটি বের হয়। ওই ২৫ জন জঙ্গির বিরুদ্ধে ২০০৬ সালে এক বিয়ের অনুষ্ঠানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। এ সময় চত্বরটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় সড়কগুলোয় অবস্থান নেন।
তাহিরর স্কয়ার ছাড়াও দক্ষিণ বাগদাদের হিল্লা ও বসরা শহরেও গতকাল বিক্ষোভ হয়। এ ছাড়া তিকরিত শহর ও দিয়ালা প্রদেশেও বিক্ষোভের আশঙ্কায় যান চলাচলের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে।
তাহিরর স্কয়ারের এক নারী বিক্ষোভকারী বলেন, ‘আমরা সরকারের মৌলিক সেবাব্যবস্থার আরও উন্নয়নের দাবি জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী মালিকির ঘোষিত উন্নয়ন কর্মসূচির ১০০ দিন পার হওয়ার পর প্রথম জুমার দিনই আন্দোলনকারীরা দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয়। গত মঙ্গলবার ওই কর্মসূচির ১০০ দিন পার হয়। গত ২৭ ফেব্রুয়ারি ইরাকি প্রধানমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে চলতি বছরে প্রত্যাহারের কথা থাকলেও ইরাকে মার্কিন সেনারা আরও কিছুদিন অবস্থান করতে যাচ্ছে বলে জানিয়েছেন সিআইএর প্রধান লিওন প্যানেট্টা।
বাগদাদের তাহিরর স্কয়ার, হিল্লা ও বসরা নগরে গতকাল কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাহিরর স্কয়ারে প্রায় ৪০০ জন ইরাকি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা আরও ভালো জনসেবা ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা মালিকি সরকারের বিরুদ্ধে ব্যানার বহন করে ও স্লোগান দেয়। কিন্তু ওই এলাকায় প্রায় তিন হাজার লোকের আরেকটি মিছিল সরকারবিরোধী মিছিলটিকে ছাপিয়ে যায়। সরকারের হাতে আটক ২৫ জন জঙ্গির মৃত্যুদণ্ডের দাবিতে দ্বিতীয় মিছিলটি বের হয়। ওই ২৫ জন জঙ্গির বিরুদ্ধে ২০০৬ সালে এক বিয়ের অনুষ্ঠানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। এ সময় চত্বরটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় সড়কগুলোয় অবস্থান নেন।
তাহিরর স্কয়ার ছাড়াও দক্ষিণ বাগদাদের হিল্লা ও বসরা শহরেও গতকাল বিক্ষোভ হয়। এ ছাড়া তিকরিত শহর ও দিয়ালা প্রদেশেও বিক্ষোভের আশঙ্কায় যান চলাচলের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে।
তাহিরর স্কয়ারের এক নারী বিক্ষোভকারী বলেন, ‘আমরা সরকারের মৌলিক সেবাব্যবস্থার আরও উন্নয়নের দাবি জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী মালিকির ঘোষিত উন্নয়ন কর্মসূচির ১০০ দিন পার হওয়ার পর প্রথম জুমার দিনই আন্দোলনকারীরা দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয়। গত মঙ্গলবার ওই কর্মসূচির ১০০ দিন পার হয়। গত ২৭ ফেব্রুয়ারি ইরাকি প্রধানমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেন।
No comments