ব্রাজিলের জেল থেকে মুক্তি পেলেন বাতিস্তি
ব্রাজিলের কারাগারে বন্দী থাকা ইতালির সাবেক জঙ্গি নেতা সিজার বাতিস্তিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে বাতিস্তিকে ইতালির হাতে তুলে না দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত। ইতালি সরকার এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছে, বাতিস্তিকে ফিরে পেতে তারা আন্তর্জাতিক আদালতের দারস্থ হবে।
বাতিস্তি (৫৬) ইতালির সশস্ত্র সংগঠন আর্মড প্রোলেতারিয়ানস ফর কমিউনিজমের নেতা ছিলেন। বেসামরিক লোক হত্যার অভিযোগে ইতালি সরকার তাঁকে গ্রেপ্তার করলেও ১৯৮১ সালে তিনি কারাগার থেকে পালিয়ে মেক্সিকো ও ফ্রান্সে আশ্রয় নেন। ব্রাজিলে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাতিস্তি (৫৬) ইতালির সশস্ত্র সংগঠন আর্মড প্রোলেতারিয়ানস ফর কমিউনিজমের নেতা ছিলেন। বেসামরিক লোক হত্যার অভিযোগে ইতালি সরকার তাঁকে গ্রেপ্তার করলেও ১৯৮১ সালে তিনি কারাগার থেকে পালিয়ে মেক্সিকো ও ফ্রান্সে আশ্রয় নেন। ব্রাজিলে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
No comments