সিএসআরের পরিধি পুনর্বিন্যাস
আগামী ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের পরিধি পুনর্বিন্যাস করা হয়েছে। দাতা প্রতিষ্ঠানের আয়ের সর্বোচ্চ আট কোটি টাকা কিংবা ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা অনুদানের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত প্রদানের প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে সিএসআর কার্যক্রমে ব্যক্তি বিনিয়োগকেও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি মোট আয়ের সর্বোচ্চ এক কোটি টাকা বা ২০ শতাংশ সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে বিনিয়োগ করলে তাঁর আয়ের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত পাবেন।
এ ছাড়া নতুন বেশ কিছু খাত সিএসআর কার্যক্রমে বিনিয়োগের আওতায় আনা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত জাতীয় পর্যায়ের জাদুঘর, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর উচ্চশিক্ষা তহবিলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিনিয়োগ করলেও সিএসআর দায়িত্ব পালনের আওতাভুক্ত হবে।
তবে কোন কোন খাতে সিএসআর কার্যক্রম সংকুচিত করা হয়েছে, সে বিষয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেননি।
একই সঙ্গে সিএসআর কার্যক্রমে ব্যক্তি বিনিয়োগকেও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি মোট আয়ের সর্বোচ্চ এক কোটি টাকা বা ২০ শতাংশ সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে বিনিয়োগ করলে তাঁর আয়ের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত পাবেন।
এ ছাড়া নতুন বেশ কিছু খাত সিএসআর কার্যক্রমে বিনিয়োগের আওতায় আনা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত জাতীয় পর্যায়ের জাদুঘর, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর উচ্চশিক্ষা তহবিলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিনিয়োগ করলেও সিএসআর দায়িত্ব পালনের আওতাভুক্ত হবে।
তবে কোন কোন খাতে সিএসআর কার্যক্রম সংকুচিত করা হয়েছে, সে বিষয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেননি।
No comments