বিতর্কিত সমুদ্রসীমা নিয়েচীন-ভিয়েতনাম পাল্টাপাল্টি অভিযোগ
ভিয়েতনামের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে চীন। তাদের দাবি, দক্ষিণ চীন সাগরের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিতর্কিত জলসীমায় ভিয়েতনাম তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চীনা নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তারা অবিলম্বে এ তৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছে। ভিয়েতনাম পাল্টা অভিযোগ করে বলেছে, চীন তাদের জরিপকাজে ব্যবহূত একটি জাহাজে হামলা চালিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই জানান, গত বৃহস্পতিবার ভিয়েতনামের একটি সশস্ত্র জাহাজ মাছ ধরার ওই চীনা নৌকাকে ধাওয়া করে। এ সময় নৌকার জাল ওই জাহাজের সঙ্গে আটকে যায়। এরপর ওই জাহাজ নৌকাটিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে। এক ঘণ্টারও বেশি সময় পর ওই নৌকাকে মুক্ত করা হয়।
সমুদ্রসীমা নিয়ে কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধরয়েছে। দক্ষিণচীন সাগরে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে। এতে তেলও গ্যাস মজুদ রয়েছেবলেও ধারণা করা হয়।
ভিয়েতনাম অভিযোগ করেছে, তাদের জলসীমায় তেল অনুসন্ধানের কাজে ব্যবহূত একটি জাহাজের সঙ্গে চীনের একটি মাছ ধরার নৌকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে গেছে। ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনগুয়েন ফুং
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই জানান, গত বৃহস্পতিবার ভিয়েতনামের একটি সশস্ত্র জাহাজ মাছ ধরার ওই চীনা নৌকাকে ধাওয়া করে। এ সময় নৌকার জাল ওই জাহাজের সঙ্গে আটকে যায়। এরপর ওই জাহাজ নৌকাটিকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে। এক ঘণ্টারও বেশি সময় পর ওই নৌকাকে মুক্ত করা হয়।
সমুদ্রসীমা নিয়ে কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধরয়েছে। দক্ষিণচীন সাগরে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে। এতে তেলও গ্যাস মজুদ রয়েছেবলেও ধারণা করা হয়।
ভিয়েতনাম অভিযোগ করেছে, তাদের জলসীমায় তেল অনুসন্ধানের কাজে ব্যবহূত একটি জাহাজের সঙ্গে চীনের একটি মাছ ধরার নৌকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে গেছে। ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনগুয়েন ফুং
No comments