মেসির আসা কি তাহলে অনিশ্চিত?
মেসি কি আসবেন? এই প্রশ্নটা উঠেই গেল। মেসির কারণেই ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটা সবার আগ্রহের কেন্দ্রে। কিন্তু বর্তমান বিশ্বের সেরা তারকার ঢাকা আসা নিয়ে একটু সংশয়ই সৃষ্টি হয়েছে বার্তা সংস্থা এপির একটি খবরে।
ম্যাচটির আয়োজক বুয়েনস এইরেসভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইলেভেন জানাচ্ছে, আর্জেন্টিনার ৮০ শতাংশ প্রথম সারির খেলোয়াড়কে আনার ব্যাপারে বাধ্যবাধকতা থাকলেও মেসি আসবেনই এমন কথা চুক্তিতে নেই। প্রতিষ্ঠানের মুখপাত্র ফার্নান্ডো নুনেজকে বার্তা সংস্থা এপি উদ্ধৃত করেছে এভাবে, ‘মেসিকে অন্তর্ভুক্ত করার জন্য সব চেষ্টাই করা হবে। তবে তাকে অন্তর্ভুক্ত করতে আমরা বাধ্য নই।’
‘বাধ্য নই’ কথাটায় ফাঁক রয়েছে। এ ব্যাপারে কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে বললেন, ‘ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তিই হয়েছে মেসিকে আনার শর্তে। মেসি না এলে চুক্তি বাতিল এবং উল্টো আমাদের ক্ষতিপূরণ দেবে তারা। ওয়ার্ল্ড ইলেভেনের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। আমাদের যোগাযোগ সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে।’ সেলিব্রেটি ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করছে যে বাংলাদেশি সংস্থা, সেই শোবিজ দাবি করছে মেসি অবশ্যই আসবেন।
ধোঁয়াশা দেখা যাচ্ছে আরেকটা বিষয় নিয়েও। বাংলাদেশের এই ম্যাচের ফি চার মিলিয়ন ডলার—এমন খবরও নাকচ করে দিয়েছে ওয়ার্ল্ড ইলেভেন। নুনেজের কথা, ‘এটা একটা অবাস্তব অঙ্ক।’ টাকার অঙ্ক আসলে কত? সালাউদ্দিনের উত্তর, ‘আমরা লেনদেন করছি সেলিব্রিটির ম্যানেজমেন্টের সঙ্গে। তারা ওয়ার্ল্ড ইলেভেনকে কী অঙ্ক বলছে, আমাদের জানা নেই। এখানে কমিশনের ব্যাপার তো আছেই। তবে টাকার অঙ্ক ৩.৯ মিলিয়ন ডলার।’
ম্যাচটির আয়োজক বুয়েনস এইরেসভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইলেভেন জানাচ্ছে, আর্জেন্টিনার ৮০ শতাংশ প্রথম সারির খেলোয়াড়কে আনার ব্যাপারে বাধ্যবাধকতা থাকলেও মেসি আসবেনই এমন কথা চুক্তিতে নেই। প্রতিষ্ঠানের মুখপাত্র ফার্নান্ডো নুনেজকে বার্তা সংস্থা এপি উদ্ধৃত করেছে এভাবে, ‘মেসিকে অন্তর্ভুক্ত করার জন্য সব চেষ্টাই করা হবে। তবে তাকে অন্তর্ভুক্ত করতে আমরা বাধ্য নই।’
‘বাধ্য নই’ কথাটায় ফাঁক রয়েছে। এ ব্যাপারে কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে বললেন, ‘ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তিই হয়েছে মেসিকে আনার শর্তে। মেসি না এলে চুক্তি বাতিল এবং উল্টো আমাদের ক্ষতিপূরণ দেবে তারা। ওয়ার্ল্ড ইলেভেনের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। আমাদের যোগাযোগ সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে।’ সেলিব্রেটি ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করছে যে বাংলাদেশি সংস্থা, সেই শোবিজ দাবি করছে মেসি অবশ্যই আসবেন।
ধোঁয়াশা দেখা যাচ্ছে আরেকটা বিষয় নিয়েও। বাংলাদেশের এই ম্যাচের ফি চার মিলিয়ন ডলার—এমন খবরও নাকচ করে দিয়েছে ওয়ার্ল্ড ইলেভেন। নুনেজের কথা, ‘এটা একটা অবাস্তব অঙ্ক।’ টাকার অঙ্ক আসলে কত? সালাউদ্দিনের উত্তর, ‘আমরা লেনদেন করছি সেলিব্রিটির ম্যানেজমেন্টের সঙ্গে। তারা ওয়ার্ল্ড ইলেভেনকে কী অঙ্ক বলছে, আমাদের জানা নেই। এখানে কমিশনের ব্যাপার তো আছেই। তবে টাকার অঙ্ক ৩.৯ মিলিয়ন ডলার।’
No comments