ভায়রা ভাই হচ্ছেন দুই ভাই?
গত তিন মাস ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন প্রিন্স উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারি এবং রাজবধূ কেট মিডলটনের ছোটবোন পিপা মিডলটন। সম্প্র্রতি একটি আমেরিকান ট্যাবলয়েড এই খবর জানিয়েছে। তাদের দাবি বিগত তিনমাস ধরে ৩১ বছর বয়সী রাজকুমারের সঙ্গে প্রেম করছেন পিপা। যদিও দু’জনেই বিষয়টি লুকানোর চেষ্টা করছেন কিন্তু সবার দাবি, দু’জনের মধ্যে যে রোম্যান্টিক একটা সম্পর্ক গড়ে উঠছে তাতে কোনো সন্দেহ নেই। তাদের একত্রে অসাধারণ দেখায় এবং দু’জনের চোখেই ভালোবাসা ছড়ানো।
২০১১ সালে উইলিয়াম আর কেটের রূপকথার মতো বিয়ের পরেই বেশি কাছাকাছি আসেন হ্যারি ও পিপা। গত অক্টোবরে পিপার সঙ্গে তার বছর দুয়েকের বয়ফ্রেন্ড নিকো জ্যাকসনের ছাড়াছাড়ি হয়ে যায়। কেননা তখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না পিপা। বিয়ের জন্য এমন একজনকে খুঁজছিলেন হ্যারি যে কিনা তার মানসিক দুঃসময়গুলো ভাগাভাগি করে নেবে। তাহলে কি ছোট মিডলটনই সেই কাক্সিক্ষত নারী। পিপাই কি হতে যাচ্ছেন রাজ পরিবারের আরেক বধূ? দ্য গার্ডিয়ান
No comments