অস্ট্রেলিয়ার শীর্ষস্থান হারানোর হুমকি
২০০৩ সাল থেকে আইসিসি র্যাঙ্কিং প্রচলিত। সেই থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। এক নম্বর জায়গা থেকে অদম্য অস্ট্রেলিয়াকে কোনো দলই আর নামাতে পারেনি। তবে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার এবার র্যাঙ্কিং-শীর্ষ থেকে পিছলে পড়ার হুমকি।
অ্যাশেজের আর দুটি টেস্ট বাকি আছে। র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রাখতে হলে দুটি টেস্টই জিততে হবে অস্ট্রেলিয়াকে। আর না হলে শীর্ষস্থানটা চলে যাবে গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকার অধিকারে। আর অ্যাশেজ হারলে তো চার নম্বরেই চলে যাবে অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানে আছে অস্ট্রেলিয়া (১২৪ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১২২), শ্রীলঙ্কা (১১৯) ও ভারত (১১৯)।
অ্যাশেজের আর দুটি টেস্ট বাকি আছে। র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রাখতে হলে দুটি টেস্টই জিততে হবে অস্ট্রেলিয়াকে। আর না হলে শীর্ষস্থানটা চলে যাবে গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকার অধিকারে। আর অ্যাশেজ হারলে তো চার নম্বরেই চলে যাবে অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানে আছে অস্ট্রেলিয়া (১২৪ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১২২), শ্রীলঙ্কা (১১৯) ও ভারত (১১৯)।
No comments