ভারতে সোয়াইন ফ্লুতে এক স্কুলছাত্রীর মৃত্যু
ভারতে সোয়াইন ফ্লুতে (এইচ১এন১) আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুনায় এ ফ্লুতে আক্রান্ত হয়ে ১৪ বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। খবর এএফপির।
গত সোমবার ভারতের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, পুনায় সেন্ট অ্যান স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী ২১ জুলাই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়। তাকে সরকারের নির্ধারিত সোয়াইন ফ্লু ওয়ার্ডে না নিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে সে সোয়াইন ফ্লুতে আক্রান্ত। পরীক্ষায় দেরি হওয়ায় তাঁর মৃত্যু হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন, শুরুতে শনাক্ত করা গেলে তাকে বাঁচানো যেত। মৃদু লক্ষণ দেখলেই তিনি জনগণকে সরকারি হাসপাতালে গিয়ে সোয়াইন ফ্লু পরীক্ষা করার পরামর্শ দেন।
২১ জুলাই আক্রান্ত হলেও ২৩ জুলাই পর্যন্ত স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। এতে তার সংস্পর্শে আসা কেউ কেউ এ ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলের শিক্ষক লেমেট উইলসন জানান, স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে তাদের কিছু জানায়নি।
গত সোমবার ভারতের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, পুনায় সেন্ট অ্যান স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী ২১ জুলাই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়। তাকে সরকারের নির্ধারিত সোয়াইন ফ্লু ওয়ার্ডে না নিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে সে সোয়াইন ফ্লুতে আক্রান্ত। পরীক্ষায় দেরি হওয়ায় তাঁর মৃত্যু হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন, শুরুতে শনাক্ত করা গেলে তাকে বাঁচানো যেত। মৃদু লক্ষণ দেখলেই তিনি জনগণকে সরকারি হাসপাতালে গিয়ে সোয়াইন ফ্লু পরীক্ষা করার পরামর্শ দেন।
২১ জুলাই আক্রান্ত হলেও ২৩ জুলাই পর্যন্ত স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। এতে তার সংস্পর্শে আসা কেউ কেউ এ ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলের শিক্ষক লেমেট উইলসন জানান, স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে তাদের কিছু জানায়নি।
No comments