নেপালে সরকারকে ক্ষমতা ছাড়তে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিল মাওবাদীরা
নেপালে মাওবাদীরা মাধবকুমার নেপালের সরকারকে ক্ষমতা ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। অন্যথায় তারা সারা দেশে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলবে বলে সরকারকে হুমকি দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মাধবকুমার গতকাল সোমবার প্রেসিডেন্ট রামবরণ যাদবের সঙ্গে জরুরি বৈঠক করেন।
মাওবাদী দলের মুখপাত্র দীননাথ শর্মা বলেছেন, সাবেক অর্থমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠিত হয়েছে এবং ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলন তাঁদের নেতৃত্বেই পরিচালিত হবে।
মাওবাদী দল তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যৌথভাবে আন্দোলনের চেষ্টা চালাচ্ছে। তারা এরই মধ্যে মাধবকুমার নেপালের কোয়ালিশন সরকারের পতন এবং মাওবাদী নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে সেনাপ্রধান-সংক্রান্ত বিরোধে মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড পদত্যাগ করলে ২৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে কোয়ালিশন সরকার ক্ষমতায় আসে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মাধবকুমার গতকাল সোমবার প্রেসিডেন্ট রামবরণ যাদবের সঙ্গে জরুরি বৈঠক করেন।
মাওবাদী দলের মুখপাত্র দীননাথ শর্মা বলেছেন, সাবেক অর্থমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠিত হয়েছে এবং ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলন তাঁদের নেতৃত্বেই পরিচালিত হবে।
মাওবাদী দল তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যৌথভাবে আন্দোলনের চেষ্টা চালাচ্ছে। তারা এরই মধ্যে মাধবকুমার নেপালের কোয়ালিশন সরকারের পতন এবং মাওবাদী নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে সেনাপ্রধান-সংক্রান্ত বিরোধে মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড পদত্যাগ করলে ২৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে কোয়ালিশন সরকার ক্ষমতায় আসে।
No comments