কাবুলে তালেবান জঙ্গিদের রকেট হামলা, আহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল মঙ্গলবার আটটি রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি রকেট গিয়ে পড়েছে মার্কিন দূতাবাসের কাছে। হামলায় একটি শিশুসহ দুজন আহত হয়েছে। তালেবান এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। খবর এএফপি ও বিবিসির।
আফগান কর্মকর্তারা জানান, জঙ্গিরা শহরের বিভিন্ন স্থান লক্ষ্য করে আটটি রকেট হামলা চালিয়েছে। এর একটি মার্কিন দূতাবাসের সামনে গিয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও আবাসিক এলাকা লক্ষ্য করে রকেট ছোড়া হয়। একটি রকেট অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি পরে নিষ্ক্রিয় করা হয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাঁর দলের জঙ্গিরা শহরে নয়টি রকেট হামলা চালিয়েছে।
কাবুল পুলিশের উপপ্রধান খলিল দাস্তার বলেন, জঙ্গিরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আফগান সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর গোলাম রসুল বলেন, জঙ্গিরা হামলায় দূরপাল্লার রকেট ব্যবহার করেছে। তারা কয়েক মাইল দূর থেকে এ হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০ আগস্ট আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
আফগান কর্মকর্তারা জানান, জঙ্গিরা শহরের বিভিন্ন স্থান লক্ষ্য করে আটটি রকেট হামলা চালিয়েছে। এর একটি মার্কিন দূতাবাসের সামনে গিয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও আবাসিক এলাকা লক্ষ্য করে রকেট ছোড়া হয়। একটি রকেট অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেটি পরে নিষ্ক্রিয় করা হয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাঁর দলের জঙ্গিরা শহরে নয়টি রকেট হামলা চালিয়েছে।
কাবুল পুলিশের উপপ্রধান খলিল দাস্তার বলেন, জঙ্গিরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আফগান সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর গোলাম রসুল বলেন, জঙ্গিরা হামলায় দূরপাল্লার রকেট ব্যবহার করেছে। তারা কয়েক মাইল দূর থেকে এ হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০ আগস্ট আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
No comments