অস্ট্রেলিয়ায় সেনাঘাঁটিতে বোমা হামলার পরিকল্পনা নস্যাত্, চারজন গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদবিরোধী পুলিশ সে দেশের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়েছে। ওই হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের জ্যেষ্ঠ এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। খবর এএফপির।
পুলিশের চার শতাধিক সদস্যের একটি দল মেলবোর্ন শহরে গতকাল ভোরে অভিযান চালিয়ে ওই চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তারা হলো লেবানন ও সোমালি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক। তাদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে সেটিই হতো অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।
পুলিশের চার শতাধিক সদস্যের একটি দল মেলবোর্ন শহরে গতকাল ভোরে অভিযান চালিয়ে ওই চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তারা হলো লেবানন ও সোমালি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক। তাদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে সেটিই হতো অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।
No comments