কানাডায় দাবানলের ভয়ে পালাচ্ছে হাজারো মানুষ
কানাডার পশ্চিমাঞ্চলে দাবানলের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। গত সোমবার কর্তৃপক্ষ ওই এলাকা ছাড়তে নতুন নির্দেশনা জারি করেছে। বনাঞ্চলগুলোতে স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণে হাজার হাজার কর্মী কাজ করছেন। খবর এএফপির।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার পশ্চিম ও দক্ষিণের এলাকাগুলো থেকে সোমবার রাত পর্যন্ত পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ওই এলাকায় দাবানলের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক তথ্য কর্মকর্তা অ্যালাইসন কোউচ বলেন, ব্রিটিশ কলাম্বিয়ার ৬৩ হাজার হেক্টর বনাঞ্চলে এপ্রিল থেকে এ পর্যন্ত দুই হাজার ২০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এযাবত্কালের রেকর্ড ২০০৪ সালের আগস্টের চেয়ে প্রায় দ্বিগুণ। তিনি আরও বলেন, গত সোমবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওকানাগানে তিনটি বাড়ি পুড়ে গেছে। স্ফুলিঙ্গ ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে হাজার হাজার কর্মী কাজ করছেন। হেলিকপ্টার থেকে অগ্নিনিরোধক পদার্থ ফেলা হচ্ছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার পশ্চিম ও দক্ষিণের এলাকাগুলো থেকে সোমবার রাত পর্যন্ত পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ওই এলাকায় দাবানলের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক তথ্য কর্মকর্তা অ্যালাইসন কোউচ বলেন, ব্রিটিশ কলাম্বিয়ার ৬৩ হাজার হেক্টর বনাঞ্চলে এপ্রিল থেকে এ পর্যন্ত দুই হাজার ২০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এযাবত্কালের রেকর্ড ২০০৪ সালের আগস্টের চেয়ে প্রায় দ্বিগুণ। তিনি আরও বলেন, গত সোমবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওকানাগানে তিনটি বাড়ি পুড়ে গেছে। স্ফুলিঙ্গ ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে হাজার হাজার কর্মী কাজ করছেন। হেলিকপ্টার থেকে অগ্নিনিরোধক পদার্থ ফেলা হচ্ছে।
No comments