পামিরা ধ্বংসের ভিডিও প্রকাশ
জিঘাংসার বোমা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলির সঙ্গে ধ্বংস হচ্ছে ইতিহাস-ঐতিহ্য। ১. জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ছাইভস্ম হয়ে যাচ্ছে সিরিয়ার প্রাচীন নগরী পামিরার বালশামিন মন্দির ২. কোষ্ঠে কোষ্ঠে পেতে রাখা বোমা ৩. পড়ে থাকা ধ্বংসস্তূপ ও ৪. মন্দিরে বোমা পাতছে জঙ্গিরা। মঙ্গলবার এর একটি ভিডিও প্রকাশ করেছে আইএসের হোমাস প্রদেশ শাখা। ছবিগুলো ভিডিওর স্ক্রিন শট এএফপি
No comments