চীনের ‘বিজয় দিবসে’ যাচ্ছেন না আবে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ কমপক্ষে ১০টি দেশের নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন চীন সরকারের শীর্ষ কর্মকর্তারা। পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপ নিয়ে জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জাপানের সাংকেই পত্রিকা সে দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বিরোধপূর্ণ দ্বীপগুলোর কাছে চীন তাদের আক্রমণাত্মক কার্যক্রম বাড়িয়েই চলছে। এখন শিনজো আবে চীনের বিজয় দিবসে অংশগ্রহণ করলে তা চীনের ওই আক্রমণাত্মক কার্যক্রম মেনে নেওয়ারই শামিল বলে মনে হতে পারে। এ কারণে অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে বিজয় দিবস নিয়ে অনুষ্ঠানের বিভিন্ন অনুশীলন শুরু করেছে চীন। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায়ও লেখালেখি হচ্ছে। কিছু লেখায় জাপানের নৃশংসতারও কথাও বলা হয়েছে। সং লুজেং নামের চীনের একজন শিক্ষাবিদ লিখেছেন, ‘প্যারেডের মাধ্যমে চীন বুঝিয়ে দিতে চায়, তারা বিজয়ী জাতি।’
No comments