লাভের জন্য রাজনীতি করি না : আশরাফ
"লাভের
জন্য আমি রাজনীতি করি না। আমার বাবা বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেননি।
বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমার শরীরেও সেই রক্ত।"
রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতি আয়োজিত এক ইফতার পার্টিতে
অংশ নিয়ে শনিবার সন্ধ্যায় এ সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি আরো বলেন, "আমি মন্ত্রী থাকি বা না থাকি, রাজনীতি করি বা না করি; জনগণের জন্য কাজ করে যাবো।"
ইফতারের প্রায় ১৫ মিনিট আগে বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিলেও দুই মিনিট বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করতে চান। তখন উপস্থিত এলাকাবাসী বলতে থাকেন- 'নেতা আরো বলেন'; তারপরও তিনি আর বক্তব্য বাড়াননি।
নূরুল আলমের সভাপতিত্বে সেখানে আরো বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবি’র প্রেসিডেন্টের উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবীর।
তিনি আরো বলেন, "আমি মন্ত্রী থাকি বা না থাকি, রাজনীতি করি বা না করি; জনগণের জন্য কাজ করে যাবো।"
ইফতারের প্রায় ১৫ মিনিট আগে বক্তব্য দেওয়ার জন্য মাইক হাতে নিলেও দুই মিনিট বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করতে চান। তখন উপস্থিত এলাকাবাসী বলতে থাকেন- 'নেতা আরো বলেন'; তারপরও তিনি আর বক্তব্য বাড়াননি।
নূরুল আলমের সভাপতিত্বে সেখানে আরো বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. মনসুরুল হক, আইডিবি’র প্রেসিডেন্টের উপদেষ্টা মো. আব্দুস ছাত্তার ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবীর।
No comments