ট্যানারির পানিতে জলাবদ্ধতা
রাজধানীর
হাজারিবাগ এলাকার বিভিন্ন সড়কে প্রায়ই ট্যানারির বর্জ্য আটকে নিচু এলাকা
ময়লা পানিতে সয়লাব হয়ে যায়। বাড়ি-ঘরে ঢুকে পড়ে দুর্গন্ধযুক্ত রাসায়নিক
পদার্থ মেশানো পানি। এলাকাবাসী জানায়, বারবার কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়
না। সাময়িকভাবে সমস্যা সমাধান হলেও আবার একই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।
ছবি: জাহিদুল করিম
শুক্রবার-শনিবার ছুটির দিন থাকায় এই পানি সরানোর ব্যাপারে কর্তৃপক্ষের তোড়জোড় দেখা যায়নি। ছবিটি আজ শনিবার (১১ জুলাই ২০১৫) সকালে তোলা। ছবি: জাহিদুল করিম
হাজারিবাগের
মনেশ্বর প্রথম লেন সড়ক জুড়ে ট্যানারির রাসায়নিক পদার্থযুক্ত পানি ঢুকে
পড়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে পানি বাড়তে থাকে। ছবিটি আজ শনিবার (১১
জুলাই ২০১৫) সকালে তোলা। ছবি: জাহিদুল করিম |
পথচারীরা
বিপাকে পড়েছেন। ট্যানারির ক্ষতিকর আঠালো পানিতে বাধ্য হয়েই চলতে হচ্ছে
তাঁদের। ছবিটি আজ শনিবার (১১ জুলাই ২০১৫) সকালে তোলা। ছবি: জাহিদুল করিম |
মোটরসাইকেল আরোহী দুই পা উঁচু করে বিশেষ কায়দায় চলছেন। ছবিটি আজ শনিবার (১১ জুলাই ২০১৫) সকালে তোলা। ছবি: জাহিদুল করিম |
যানবাহনগুলো একদিক দিয়ে চলছে ভয়ে ভয়ে। এই না কোনো গর্তে পড়তে হয়! ছবিটি আজ শনিবার (১১ জুলাই ২০১৫) সকালে তোলা। ছবি: জাহিদুল করিম |
No comments