কাজাকিস্তান থেকে ৫,০০০ টন ইউরেনিয়াম কিনছে ভারত
কাজাকিস্তান
গত বুধবার ভারতকে ৫,০০০ টন ইউরেনিয়াম সরবরাহের ব্যাপারে রাজধানী
নয়াদিল্লির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আগামী ৫ বছরে এ পরিমাণ
ইউরেনিয়াম রপ্তানি করা হবে পরমাণু শক্তিধর দেশটিতে। পরমাণু বোমা তৈরিতে
ব্যবহৃত হয় ইউরেনিয়াম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে
কাজাকিস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ সাক্ষাতের পর বিষয়টি
জানান। এক সংবাদ-সম্মেলনে নাজাবায়েভ বলেন, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত
ভারতকে ৫ হাজার টন ইউরেনিয়াম সরবরাহের চুক্তি স্বাক্ষরের ঘটনা দেশ দুটির
শক্তি খাতে পারস্পরিক সহযোগিতার পদ্ধতিগত উন্নয়নের সাক্ষ্য বহন করে। এ খবর
দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে নরেন্দ্র মোদি বলেন, কাজাকিস্তানের
সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা বিশেষভাবে মূল্যায়ন করি। কাজাকিস্তান বিশ্বের
প্রথম রাষ্ট্রসমূহের একটি, যাদের সঙ্গে আমরা পারস্পরিক বেসামরিক পরমাণু
সহযোগিতার সম্পর্ক শুরু করেছিলাম। কাজাকিস্তান ২০১০ সাল থেকে ২০১৪ সালের
মধ্যে ভারতে ২,১০০ টন ইউরেনিয়াম সরবরাহ করেছে। কাজাকিস্তান বিশ্বের শীর্ষ
ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ।
No comments