বাংলাদেশ-ভারতের পবর্তারোহীদের হিমালয়-শৃঙ্গ ‘মাউন্ট নুন’ জয়
বাংলাদেশ
ও ভারতের যৌথ পর্বতারোহীর একটি দল ‘মাউন্ট নুন’ পর্বত-চূড়ায় আরোহণ করার
গৌরব অর্জন করেছেন। জম্মু ও কাশ্মীর রাজ্যের হিমালয় পর্বতশৃঙ্গ মাউন্ট
নুনের উচ্চতা ৭ হাজার ১৩৫ ফুট। ঢাকার ‘কেওক্রাডং’ নামে একটি অভিযাত্রিক
ক্লাব এবং পশ্চিমবঙ্গের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর (এমএকে) এ
পর্বত জয়ের অভিযানে অংশ নেয়। গত ৭ই জুলাই মঙ্গলবার তারা মাউন্ট নুন জয়
করেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা আইএএনএস। গত ২১শে জুন এ পর্বতাভিযান শুরু হয়। পবর্তারোহীদের সবাই
সুস্থ রয়েছেন এবং রাজধানী নয়াদিল্লি হয়ে তারা দ্রুত কলকাতায় ফিরবেন।
‘কেওক্রাডং’ ক্লাব থেকে বাংলাদেশের ৩ সদস্যের পবর্তারোহীরা ছিলেন মুনতাসির
মামুন ইমরান (দলনেতা), রিফাত হাসান ও সালমা খাতুন। এই অভিযাত্রায় মূল
দলনেতা ছিলেন এমএকে দলের বসন্ত সিংহ রায়। ভারতের এমএকে দলের পক্ষ থেকে
অভিযানে আরও অংশ নেন বিশ্বনাথ সাহা, রোহিত মজুমদার, কৌশিক বিশ্বাস ও অসীম
কুমার ম-ল। এদিকে এমএকে ও কেওক্রাডং দলের এটি দ্বিতীয় যৌথ পর্বতাভিযান। এর
আগে ২০০৬ সালে বাংলাদেশ-ভারতের যৌথ দলটি ৬ হাজার ১৮৭ মিটার উঁচু মাউন্ট
রুবালকাং জয় করেছিল। এটি হিমালয়ের আরেকটি পর্বত-শৃঙ্গ।
No comments