আজ মাশরাফির আইপিএল-যাত্রা
ভিসা পেয়ে গেছেন, আইপিএলে খেলতে আজ সকালেই ভারতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আইপিএলের তৃতীয় আসর শুরু হবে আগামী ১২ মার্চ থেকে।
আইপিএলে যাওয়ার আগে কালও জাতীয় দলের সঙ্গে মিরপুর ইনডোরে অনুশীলন করেছেন মাশরাফি। যাওয়ার আগে কোচ জেমি সিডন্সের কাছ থেকে নিয়ে গেছেন শুভকামনা। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা মাশরাফির কাছে এবারের আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষা, ‘আইপিএলে যদি ভালো খেলতে পারি, ফিটনেসটা পুরো ফিরে পেতে পারি, আশা করি দ্রুতই আবার জাতীয় দলে ফিরতে পারব। কলকাতা নাইট রাইডার্সের কোচ ডেভ হোয়াটমোর, ওয়াসিম আকরামও থাকবেন। তাঁদের পরামর্শও আমার কাজে লাগবে।’
আগামী ১২ মার্চ থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর তাতে মাশরাফি নেই। টেস্ট থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তটা নিজেই নিলেও এই সিরিজে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি, ‘দল এখনো ঘোষণা হয়নি। তবে আমার ধারণা স্পিন-নির্ভর দলই হবে এবং সেটা ইংল্যান্ডের বিপক্ষে কার্যকরও হবে আশা করি। তা ছাড়া আমাদের ব্যাটিংটাও এখন ভালো হচ্ছে।’
বোলিংয়ে যেমন মাশরাফি, একটা সময়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দল বলতেই বোঝাত মোহাম্মদ আশরাফুলকে। মাশরাফির মতো সেই আশরাফুলেরও এখন খারাপ সময়, দলে ছিলেন না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আইপিএলে যাওয়ার আগে আশরাফুলের মঙ্গল কামনা করে গেলেন মাশরাফি, ‘আশরাফুল টেস্ট দলে থাকবে কি না এখনো জানি না। আমি মনে করি তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন আছে দলে। আশরাফুলের ফর্ম ফিরিয়ে আনতে সম্ভব যা কিছু করা দরকার আশা করি বোর্ড সেটা করবে।
আইপিএলে যাওয়ার আগে কালও জাতীয় দলের সঙ্গে মিরপুর ইনডোরে অনুশীলন করেছেন মাশরাফি। যাওয়ার আগে কোচ জেমি সিডন্সের কাছ থেকে নিয়ে গেছেন শুভকামনা। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা মাশরাফির কাছে এবারের আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরীক্ষা, ‘আইপিএলে যদি ভালো খেলতে পারি, ফিটনেসটা পুরো ফিরে পেতে পারি, আশা করি দ্রুতই আবার জাতীয় দলে ফিরতে পারব। কলকাতা নাইট রাইডার্সের কোচ ডেভ হোয়াটমোর, ওয়াসিম আকরামও থাকবেন। তাঁদের পরামর্শও আমার কাজে লাগবে।’
আগামী ১২ মার্চ থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর তাতে মাশরাফি নেই। টেস্ট থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তটা নিজেই নিলেও এই সিরিজে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি, ‘দল এখনো ঘোষণা হয়নি। তবে আমার ধারণা স্পিন-নির্ভর দলই হবে এবং সেটা ইংল্যান্ডের বিপক্ষে কার্যকরও হবে আশা করি। তা ছাড়া আমাদের ব্যাটিংটাও এখন ভালো হচ্ছে।’
বোলিংয়ে যেমন মাশরাফি, একটা সময়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দল বলতেই বোঝাত মোহাম্মদ আশরাফুলকে। মাশরাফির মতো সেই আশরাফুলেরও এখন খারাপ সময়, দলে ছিলেন না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আইপিএলে যাওয়ার আগে আশরাফুলের মঙ্গল কামনা করে গেলেন মাশরাফি, ‘আশরাফুল টেস্ট দলে থাকবে কি না এখনো জানি না। আমি মনে করি তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন আছে দলে। আশরাফুলের ফর্ম ফিরিয়ে আনতে সম্ভব যা কিছু করা দরকার আশা করি বোর্ড সেটা করবে।
No comments