নির্বাচনী আইন পাস করেছে মিয়ানমার
বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী আইন পাস করেছে মিয়ানমারের সামরিক সরকার। গতকাল সোমবার আইন পাসের ঘোষণা দেওয়া হলেও নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি জান্তা।
রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও জানিয়েছে, নির্বাচনসংক্রান্ত পাঁচটি আইন স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলে পাস হয়েছে। আইনের বিস্তারিত আজ মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশ করা হবে। এ ছাড়া বই আকারেও আইনগুলো প্রকাশ করা হবে।
তবে আজ আইনগুলো গণমাধ্যমে প্রকাশ করা হলেও সেখানে নির্বাচনী তারিখের বিষয়ে কিছু থাকবে কিনা সেটা জানা যায়নি।
জান্তাপ্রধান থান শুয়ে জানিয়েছেন, তাঁর গণতন্ত্রের রোডম্যাপের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সমালোচকেরা বলছেন, বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে গৃহবন্দী রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে অর্থহীন।
নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)
রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও জানিয়েছে, নির্বাচনসংক্রান্ত পাঁচটি আইন স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলে পাস হয়েছে। আইনের বিস্তারিত আজ মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশ করা হবে। এ ছাড়া বই আকারেও আইনগুলো প্রকাশ করা হবে।
তবে আজ আইনগুলো গণমাধ্যমে প্রকাশ করা হলেও সেখানে নির্বাচনী তারিখের বিষয়ে কিছু থাকবে কিনা সেটা জানা যায়নি।
জান্তাপ্রধান থান শুয়ে জানিয়েছেন, তাঁর গণতন্ত্রের রোডম্যাপের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সমালোচকেরা বলছেন, বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে গৃহবন্দী রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে অর্থহীন।
নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)
No comments