চালকবিহীন ড্রোনের ছবি দিয়ে গ্রাহককে বোকা বানাল এমিরেটস
দুবাইভিত্তিক
জনপ্রিয় বিমান পরিবহণ সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এপ্রিল ফুল পালন করল।
যাত্রীদের বোকা বানাতে তারা চালকবিহীন ড্রোন চালুর ঘোষণা দিয়েছিল। সোমবার
অফিশিয়াল পেজে এক টুইট বার্তায় চালকবিহীন ড্রোনের ছবি দিয়ে তাতে যাত্রী
পরিবহনের ঘোষণা দেয় দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠান। পরে জানানো হয়
যাত্রীদেরকে বোকা বানাতেই তারা এই ঘোষণা দিয়েছিল। খবর খালিজ টাইমস।
টুইটে এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা দেয়, দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের যে কোনও স্থানে তারা চালকবিহীন ড্রোন দিয়ে যাত্রী পরিবহন করবে। এই ড্রোন যাত্রীকে প্রথম শ্রেণীর ব্যক্তিগত বিলাসবহুল স্যুইটে ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
টুইটে প্রকাশিত আরেকটি ছবিতে দেখা যায়, এক যাত্রী উড়ন্ত ট্যাক্সির ভিতরে লাউঞ্জে বসে আছে। তার বাম দিকের জানালা দিয়ে আকাশ থেকে দুবাই শহর দেখা যাচ্ছে। সেখানে বলা হয়, তারা ২০২০ সালের এপ্রিল থেকে এই নতুন ফ্লাইট চালু করবে। এই পরিষেবা এমিরেটস এয়ারলাইন্সের সকল প্ল্যাটিনাম সদস্যকে দেওয়া হবে। এর পরেই লেখা হয় ‘এটা একটা চমক!’ তারা জানায়, এটা ছিল এপ্রিল ফুল। ১ এপ্রিলের প্রাক্কালে এই ঘোষণা করা হয়েছে, যা অন্যকে বোকা বানিয়ে মজা করা দিয়ে উদযাপন করা হয়। তবে, এ বিষয়ে সংস্থাটির ফলোয়ারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বেশিরভাগেই এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
টুইটে এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা দেয়, দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের যে কোনও স্থানে তারা চালকবিহীন ড্রোন দিয়ে যাত্রী পরিবহন করবে। এই ড্রোন যাত্রীকে প্রথম শ্রেণীর ব্যক্তিগত বিলাসবহুল স্যুইটে ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
টুইটে প্রকাশিত আরেকটি ছবিতে দেখা যায়, এক যাত্রী উড়ন্ত ট্যাক্সির ভিতরে লাউঞ্জে বসে আছে। তার বাম দিকের জানালা দিয়ে আকাশ থেকে দুবাই শহর দেখা যাচ্ছে। সেখানে বলা হয়, তারা ২০২০ সালের এপ্রিল থেকে এই নতুন ফ্লাইট চালু করবে। এই পরিষেবা এমিরেটস এয়ারলাইন্সের সকল প্ল্যাটিনাম সদস্যকে দেওয়া হবে। এর পরেই লেখা হয় ‘এটা একটা চমক!’ তারা জানায়, এটা ছিল এপ্রিল ফুল। ১ এপ্রিলের প্রাক্কালে এই ঘোষণা করা হয়েছে, যা অন্যকে বোকা বানিয়ে মজা করা দিয়ে উদযাপন করা হয়। তবে, এ বিষয়ে সংস্থাটির ফলোয়ারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বেশিরভাগেই এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
No comments