‘এত বড় কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও?’

জাতীয় পার্টির (জাপা) যৌথ সভায় চেয়ারম্যান এরশাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সমালোচনা করে বিপাকে পড়লেন দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতা আবুল কাশেম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এ ঘটনা ঘটে।


সভায় জাতীয় ছাত্রসমাজের সদস্যসচিব আবুল কাশেম দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরের সমালোচনা করে বলেন, ‘তিনি পার্টির চেয়ারম্যানের ভাই, মন্ত্রী। কিন্তু লালমনিরহাটে দলের কোনো কার্যক্রমে ভূমিকা রাখেন না। এলাকার খোঁজখবরই নেন না।’
দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম চৌধুরী ও গোলাম কিবরিয়ার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কাজে সহযোগিতা না করার অভিযোগ তোলেন আবুল কাশেম। তিনি বলেন, ‘আপনারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বলুন, তিনি দল চান কি না। যদি চান, তাহলে এসব সমস্যা দূর করতে হবে। আর না চাইলেও সেটি আমাদের বলুক।’
এ সময় রুহুল আমিন হাওলাদার আবুল কাশেমকে উদ্দেশ করে বলেন, ‘চেয়ারম্যান আসুক। তোমাকে অবশ্যই বহিষ্কার করা হবে। এত বড় কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও? তোমার এসব বক্তব্য কাল পত্রিকায় আসবে। আর এর মাধ্যমে তুমি হিরো হতে চাও।’
পরে আবুল কাশেম তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কথা না বলার অঙ্গীকার করেন।
সভায় কৃষক পার্টির সভাপতি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইদুর রহমান মহাসচিবকে উদ্দেশ করে বলেন, ‘দয়া করে কেন্দ্র থেকে সকাল-বিকেল কমিটি ঘোষণা করবেন না। আপনি বছরে এক-দুবার কেন্দ্রীয় কার্যালয়ে চা খেতে এলে হবে না।’

No comments

Powered by Blogger.