এক ঘড়া বৃষ্টির ছড়া by আখতার হুসেন
আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়
তুই এলে এই মনের থেকে
মেঘগুলো সরে যায়।
আমরা হেসে উঠি
হেসেই কুটি কুটি
খরায় পোড়া সবকিছু হয়
এই আমাদের জুটি।
তুই আসলেই আমরা সবাই
তোর পেছনে ছুটি।
আয় বৃষ্টি আয়রে
শহর-নগর গাঁয়রে!
বৃষ্টিতে ভিজি ঝুপঝাপ
যেই না পড়ে ঝুম বৃষ্টি টুপটাপ
আমরা মোট্টেও থাকি না চুপচাপ।
ঘরের বাইরে সোজাই চলে আসি
শুধুই ভিজে চলি ঝুপুর ঝুপঝাপ।
আলসে যত সব কুঁড়ের বাদশারা
ঘরের বাইরে তো ভিজতে আসে না
বৃষ্টি কী যে তারা কিছুই জানে না
মনটা খুলে তারা একটু হাসে না।
একটু দুষ্টু, পাগলা না হলে
কী করে বৃষ্টি মাতাবে তাহলে?
বৃষ্টি যখন পড়ে
বৃষ্টি যখন পড়ে
আমরা থাকি ঘরে
মা যে তখন কত্তো কিছু
কেবল রান্না করে!
এই খিচুড়ি, এই যে পায়েশ
বৃষ্টি মানেই প্রচুর আয়েশ।
কত্তো কিছু চাই খেতে চাই
মায়ের খুশির নাই সীমা নাই।
বৃষ্টিটা হোক তাই প্রতিদিন
বিরামবিহীন, বিরামবিহীন।
আজকে রেইনি ডে
আজকে রেইনি ডে
আজ ছুট্টি
আজ নেই কোনো
ছোটাছুট্টি।
আজ ইশকুল—
নেই; বন্ধ
আজ বৃষ্টির
শুনি ছন্দ।
আজ সারা দিন
ঘরে বন্দী
তাই কবিতার
দিকে মন দি।
আজ হয়ে যাই
খুব কবি তো
আঁকি বৃষ্টির
শুধু ছবি তো।
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই মন হয়ে যায় উদাস বাউল
মনের ভেতর ফুটতে থাকে হাজারো ফুল।
বৃষ্টি পড়ার শব্দ যেন ছন্দ নাচের
মগ্ন-বিভোর সবাই আহা দূরের-কাছের!
বৃষ্টি যেমন পড়তে থাকে টাপুর-টুপুর
এই প্রকৃতি তেমনি নাচে বাজিয়ে নূপুর।
বৃষ্টি যেন গহন বুকে ঢেউয়ের খেলা
সবাই ভোলে প্রহর, সাথে বার ও বেলা।
বৃষ্টি যেন আকাশ-ভাঙা ঝরনাধারা
তার সে সুরে কেবল জাগে প্রাণের সাড়া।
যে নয় কবি, সে হয়ে যায় কবির কবি
বৃষ্টি তাকে দিয়ে আঁকায় হরেক রকম ছবি!
মেঘগুলো সরে যায়।
আমরা হেসে উঠি
হেসেই কুটি কুটি
খরায় পোড়া সবকিছু হয়
এই আমাদের জুটি।
তুই আসলেই আমরা সবাই
তোর পেছনে ছুটি।
আয় বৃষ্টি আয়রে
শহর-নগর গাঁয়রে!
বৃষ্টিতে ভিজি ঝুপঝাপ
যেই না পড়ে ঝুম বৃষ্টি টুপটাপ
আমরা মোট্টেও থাকি না চুপচাপ।
ঘরের বাইরে সোজাই চলে আসি
শুধুই ভিজে চলি ঝুপুর ঝুপঝাপ।
আলসে যত সব কুঁড়ের বাদশারা
ঘরের বাইরে তো ভিজতে আসে না
বৃষ্টি কী যে তারা কিছুই জানে না
মনটা খুলে তারা একটু হাসে না।
একটু দুষ্টু, পাগলা না হলে
কী করে বৃষ্টি মাতাবে তাহলে?
বৃষ্টি যখন পড়ে
বৃষ্টি যখন পড়ে
আমরা থাকি ঘরে
মা যে তখন কত্তো কিছু
কেবল রান্না করে!
এই খিচুড়ি, এই যে পায়েশ
বৃষ্টি মানেই প্রচুর আয়েশ।
কত্তো কিছু চাই খেতে চাই
মায়ের খুশির নাই সীমা নাই।
বৃষ্টিটা হোক তাই প্রতিদিন
বিরামবিহীন, বিরামবিহীন।
আজকে রেইনি ডে
আজকে রেইনি ডে
আজ ছুট্টি
আজ নেই কোনো
ছোটাছুট্টি।
আজ ইশকুল—
নেই; বন্ধ
আজ বৃষ্টির
শুনি ছন্দ।
আজ সারা দিন
ঘরে বন্দী
তাই কবিতার
দিকে মন দি।
আজ হয়ে যাই
খুব কবি তো
আঁকি বৃষ্টির
শুধু ছবি তো।
বৃষ্টি এলেই
বৃষ্টি এলেই মন হয়ে যায় উদাস বাউল
মনের ভেতর ফুটতে থাকে হাজারো ফুল।
বৃষ্টি পড়ার শব্দ যেন ছন্দ নাচের
মগ্ন-বিভোর সবাই আহা দূরের-কাছের!
বৃষ্টি যেমন পড়তে থাকে টাপুর-টুপুর
এই প্রকৃতি তেমনি নাচে বাজিয়ে নূপুর।
বৃষ্টি যেন গহন বুকে ঢেউয়ের খেলা
সবাই ভোলে প্রহর, সাথে বার ও বেলা।
বৃষ্টি যেন আকাশ-ভাঙা ঝরনাধারা
তার সে সুরে কেবল জাগে প্রাণের সাড়া।
যে নয় কবি, সে হয়ে যায় কবির কবি
বৃষ্টি তাকে দিয়ে আঁকায় হরেক রকম ছবি!
No comments