সিসিমপুর-ইকরির প্রিয় বন্ধু
টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।বর্ণ ‘ফ’ ইকরির খুব প্রিয় বন্ধু। তাই সে ফুলের বাগানে বর্ণ ‘ফ’কে খুঁজতে এসেছে। ইকরি ফুলের বাগানে এসে দেখল, কী সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বাগানে।
কিন্তু কোথাও সে তার প্রিয় বন্ধু ‘ফ’কে খুঁজে পেল না।
তাই ইকরি বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকতে শুরু করল। বন্ধু ‘ফ’, তুমি কোথায়?
সঙ্গে সঙ্গে বাগানের ফুলগুলো একসঙ্গে নাচতে শুরু করল।
ইকরি তো অবাক! ফুলগুলো নাচছে কেন? সে বুঝল, ফুল শুরু হয় ফ-বর্ণ দিয়ে। তাই ‘ফ’-এর নাম বলার সঙ্গে সঙ্গে ফুলগুলো নাচতে শুরু করল।
ইকরি তো ভীষণ খুশি! তার জানার ইচ্ছা বেড়ে গেল। তার জানতে ইচ্ছে করল, ফ-বর্ণ দিয়ে আর কী কী জিনিস আছে। তাই সে আবার বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকতে শুরু করল।
সে অবাক হয়ে দেখল, এবার একটা ফড়িং উড়ে এসে নাচানাচি শুরু করল। ইকরি বুঝল, ফড়িং শুরু হয় ‘ফ’ বর্ণ দিয়ে।
ইকরি তো মহা খুশি! তার জানার ইচ্ছা আরও বেড়ে গেল।
সে আবার বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকাডাকি শুরু করল। সঙ্গে সঙ্গে একটা আম এসে নাচানাচি শুরু করল।
এবার ইকরি একটু অবাক হলো। আম কেন এল? আম তো ফ বর্ণ দিয়ে শুরু হয় না। তাহলে আম কেন এল!
ইকরি ভাবতে লাগল। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আম একটা ফল। আর ফল শুরু হয় তার প্রিয় বর্ণ ‘ফ’ দিয়ে!
ব্যাপারটা বুঝতে পেরে ইকরির খুশি তো আর ধরে না। সে আজ বর্ণ ‘ফ’ দিয়ে শুরু হয় এমন তিনটি জিনিসের নাম জেনে গেল। ইকরি তার প্রিয় বন্ধু বর্ণ ‘ফ’ দিয়ে নাম রাখার জন্য ফুল, ফড়িং আর ফলকে ধন্যবাদ জানাল।
তাই ইকরি বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকতে শুরু করল। বন্ধু ‘ফ’, তুমি কোথায়?
সঙ্গে সঙ্গে বাগানের ফুলগুলো একসঙ্গে নাচতে শুরু করল।
ইকরি তো অবাক! ফুলগুলো নাচছে কেন? সে বুঝল, ফুল শুরু হয় ফ-বর্ণ দিয়ে। তাই ‘ফ’-এর নাম বলার সঙ্গে সঙ্গে ফুলগুলো নাচতে শুরু করল।
ইকরি তো ভীষণ খুশি! তার জানার ইচ্ছা বেড়ে গেল। তার জানতে ইচ্ছে করল, ফ-বর্ণ দিয়ে আর কী কী জিনিস আছে। তাই সে আবার বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকতে শুরু করল।
সে অবাক হয়ে দেখল, এবার একটা ফড়িং উড়ে এসে নাচানাচি শুরু করল। ইকরি বুঝল, ফড়িং শুরু হয় ‘ফ’ বর্ণ দিয়ে।
ইকরি তো মহা খুশি! তার জানার ইচ্ছা আরও বেড়ে গেল।
সে আবার বন্ধু ‘ফ’-এর নাম ধরে ডাকাডাকি শুরু করল। সঙ্গে সঙ্গে একটা আম এসে নাচানাচি শুরু করল।
এবার ইকরি একটু অবাক হলো। আম কেন এল? আম তো ফ বর্ণ দিয়ে শুরু হয় না। তাহলে আম কেন এল!
ইকরি ভাবতে লাগল। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আম একটা ফল। আর ফল শুরু হয় তার প্রিয় বর্ণ ‘ফ’ দিয়ে!
ব্যাপারটা বুঝতে পেরে ইকরির খুশি তো আর ধরে না। সে আজ বর্ণ ‘ফ’ দিয়ে শুরু হয় এমন তিনটি জিনিসের নাম জেনে গেল। ইকরি তার প্রিয় বন্ধু বর্ণ ‘ফ’ দিয়ে নাম রাখার জন্য ফুল, ফড়িং আর ফলকে ধন্যবাদ জানাল।
No comments