শেয়ারবাজার-সরকারের চূড়ান্ত ঘোষণা আজ

বারবার দিন বদলের পর অবশেষে শেয়ারবাজার নিয়ে সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণার জন্য আনুষ্ঠানিক দিন ধার্য করল সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার বিকেল ৪টায় এসইসির সভাকক্ষে সরকারের এই বিশেষ প্রণোদনা ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।


সাইফুর রহমান বলেন, 'পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে কয়েক দফা বসেছে এসইসি। এরই পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলো আগামীকাল (আজ) ঘোষণা করা হবে।'
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে দফায় দফায় বৈঠক করে সরকারের তরফ থেকে নানা ধরনের প্রণোদনা দেওয়া হয়। ওই সময় বিভিন্ন পর্যায়ে আয়করের হারও কমানো হয়। কিন্তু এর পরও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা জোট বেঁধে অব্যাহতভাবে আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি বেশ কিছু নির্দেশনা দেন। ওই বৈঠক শেষে শিগগিরই পুঁজিবাজার নিয়ে একটি প্যাকেজ ঘোষণা করা হবে বলে এসইসির সদস্য আরিফ খান জানান। একই সময়ে দুই স্টক এঙ্চেঞ্জের সভাপতি সাংবাদিকদের জানান, রবিবার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। শনিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন সাংবাদিকদের জানান, রবিবার সরকারের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। কিন্তু রবিবার সারা দিনেও আসেনি এ ঘোষণা। ওই দিন সন্ধ্যায় পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে আরেক দফা বৈঠক করেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী সাংবাদিকদের জানান, 'সরকারের বিশেষ প্যাকেজ আগামীকাল (সোমবার) অথবা অচিরেই ঘোষণা করা হবে।' পরের দিন সোমবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে হেলালউদ্দিন নিজামী সাংবাদিকদের জানান, 'আগামীকাল (মঙ্গলবার) এই প্যাকেজ ঘোষণা করা হবে।' গতকাল ছিল মঙ্গলবার। ওই দিন অনুষ্ঠিত হয় সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) ৪০৭তম বৈঠক। লাখ লাখ বিনিয়োগকারী অপেক্ষা করতে থাকেন এসইসির বৈঠকের দিকে। বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান 'আগামীকাল (আজ বুধবার) সরকারের বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হবে।'

No comments

Powered by Blogger.